ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

ব্ল্যাক ক্যাপ শিবিরে চোটের হানা, শঙ্কায় ম্যাট হেনরি

ব্ল্যাক ক্যাপ শিবিরে চোটের হানা, শঙ্কায় ম্যাট হেনরি

স্পোর্টস ডেস্ক: একদিন পরেই চ্যাম্পিয়ন্স ট্রফির শেষ ম্যাচ। শিরোপার দোড়গোড়ায় পৌঁছে দুঃসংবাদ পেলো নিউজিল্যান্ড দল।  আগামী রোববার ফাইনালে ভারতের বিপক্ষে খেলবে নিউজিল্যান্ড। গুরুত্বপূর্ণ এই ম্যাচে মাঠে নামার আগে ম্যাট হেনরিকে পাওয়া নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।


গত বুধবার সেমি ফাইনাল ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফিল্ডিং করার সময় চোট পান হেনরি। হেনরিখ ক্লাসেনের ক্যাচ ধরতে গিয়ে মাটিতে পড়ে যান। ক্যাচটি ভালোভাবে তালুবন্দি করলেও চোটে পড়েন হেনরি। তখন মাঠ ছেড়ে বেরিয়ে যেতে হয় তাকে।

পুরো ওভার বলও করতে পারেননি হেনরি। ১০ ওভারের কোটার মাত্র সাত ওভার বল করেছিলেন। ৪২ রান দিয়ে দু’টি উইকেট নিয়েছিলেন তিনি।

আরও পড়ুন

ম্যাচের পর হেনরির চোট নিয়ে বলতে গিয়ে আশার কথা শোনাতে পারেননি নিউজিল্যান্ড অধিনায়ক মিচেল স্যান্টনার। তিনি বলেন, 'ম্যাট হেনরির কাঁধের অবস্থা কেমন সেটা জানতে আরও অপেক্ষা করতে হবে। কাঁধ বেশ ফুলে আছে। অন্তত দু’দিন অপেক্ষা করতে হবে। দেখা যাক কী হয়।'

এদিকে হেনরির চোট নিয়ে আজ ইসপিএন ক্রিকইনফোকে নিউজিল্যান্ড কোচ গ্যারি স্টেড বলেছেন, এখনো তারা নিশ্চিত নন সে খেলতে পারবে কিনা। তিনি বলেছেন, 'এখনো আমরা কিছু বলতে পারছি না, শঙ্কা আছে।'

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাংবাদিকদের বেতন কমপক্ষে ৩০ হাজার হওয়া উচিত : প্রেস সচিব

পরিবারের কাছে ভারতের রেখে যাওয়া ৭৮ জনকে আজ ফিরিয়ে দেবে 

জুলাই-আগস্টের সব হত্যাকাণ্ডের দায় শেখ হাসিনার : চিফ প্রসিকিউটর

গোপালগঞ্জে কেরামত প্লাজার মালিকের গাড়ি থেকে ইয়াবা ও অস্ত্র উদ্ধার

গেজেট প্রকাশ করলেই আ’লীগের নিবন্ধন বাতিলের সিদ্ধান্ত নেবে কমিশন : সিইসি

চাচাকে কুপিয়ে হত্যা করল ভাতিজা!