কানাডা ও মেক্সিকোর পণ্যে শুল্ক আরোপ স্থগিত করলেন ট্রাম্প

আন্তর্জাতিক ডেস্ক : কানাডা ও মেক্সিকোর অধিকাংশ পণ্যের ওপর আরোপ করা ২৫ শতাংশ শুল্ক আরোপ সাময়িকভাবে স্থগিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় বৃহস্পতিবার (৬ মার্চ) ট্রাম্প এ পদক্ষেপ নেন বলে রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে।
গত মঙ্গলবার (৪ মার্চ) মেক্সিকো ও কানাডার ওপর ট্রাম্পের ২৫ শতাংশ পর্যন্ত শুল্ক কার্যকর হয়। এরপর বিশ্ববাজারে তীব্র মন্দাভাব দেখা দেয়।
আরও পড়ুনযুক্তরাষ্ট্র-মেক্সিকো-কানাডা বাণিজ্য চুক্তির আওতাধীন মেক্সিকোর সব পণ্য এক মাসের জন্য শুল্কমুক্ত থাকবে। স্থানীয় সময় বৃহস্পতিবার মেক্সিকোর প্রেসিডেন্ট ক্লাউদিয়া শেইনবামের সঙ্গে আলোচনার পর এই সিদ্ধান্ত নেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।
এদিন দুপুরের পর এ-সংক্রান্ত সংশোধনীতে তিনি যখন সই করেন, তখন কানাডাকেও এর অন্তর্ভুক্ত করেন; অর্থাৎ কানাডাকেও সাময়িক শুল্ক অব্যাহতি দেন। এ তিনটি দেশই ‘নর্থ আমেরিকান’ বাণিজ্য চুক্তির অংশীদার।
সামাজিক মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া পোস্টে ট্রাম্প জানান, এই সিদ্ধান্ত ২ এপ্রিল পর্যন্ত কার্যকর থাকবে। মেক্সিকোর পণ্যের ওপর শুল্ক বাতিলের সিদ্ধান্তের জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে ধন্যবাদ জানান প্রেসিডেন্ট ক্লাউদিয়া। তিনি বলেন, মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার রোধে উভয় দেশ একসঙ্গে ক্লাজ করে যাবে।
তিনি বলেন, আমি প্রেসিডেন্ট ট্রাম্পকে এই মাসের ফলাফল উপস্থাপন করেছি। বিশেষ করে মেক্সিকো থেকে যুক্তরাষ্ট্রে ফেন্টানিল পাচার হ্রাসের বিষয়ে।
এদিকে ট্রাম্পের এ পদক্ষেপের প্রতিক্রিয়ায় ২ এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের পণ্যে দ্বিতীয় দফায় পরিকল্পিত ১২৫ বিলিয়ন (১২ হাজার ৫০০ কোটি) কানাডীয় ডলারের পাল্টা শুল্ক আরোপের বিষয়টি বিলম্বিত করবে কানাডা। দেশটির অর্থমন্ত্রী ডোমিনিক লাব্লাঙ্ক সামাজিক যোগাযোগের মাধ্যম এক্সে পোস্ট করা এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।
অন্যদিকে, চীনা পণ্যে অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপ চীনের অর্থনীতির ওপর খারাপ প্রভাব ফেলবে। শুধু তাই নয়, চীন-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি বাণিজ্য যুদ্ধের কারণে ট্রাম্প চীনের ওপর নতুন করে আরও শুল্ক আরোপ করতে পারেন বলেও জানান বিশ্লেষকরা।
মন্তব্য করুন