দিনাজপুরের কাহারোলে কলেজছাত্রীর আত্মহত্যা

কাহারোল (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের কাহারোলে গলায় ফাঁস দিয়ে এক কলেজ ছাত্রী আত্মহত্যা করেছেন। ঘটনাটি ঘটেছে কাহারোল উপজেলার তারগাঁও ইউনিয়নের সুন্দরপুকুর গ্রামে।
কাহারোল থানার অফিসার ইনচার্জ মোঃ রুহুল আমিন জানান, গতকাল মঙ্গলবার বিকেল সাড়ে ৫ টার দিকে সুন্দরপুকুর গ্রামে মানস চট্টোপাধ্যায়ের কলেজ পড়ুয়া মেয়ে অনু চট্টোপাধ্যায় (১৭) বাবা-মার কাছে স্মার্টফোন চাইলে তার বাবা-মা কিনে দিতে অস্বীকৃতি জানান।
আরও পড়ুনএতে সে অভিমান করে নিজ বাড়িতে ঘরের তীরের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। পুলিশ ময়না তদন্তের জন্য লাশ দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে। এ ব্যাপারে থানায় ইউডি মামলা রেকর্ড করা হয়েছে।
মন্তব্য করুন