ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

বগুড়ার শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মী গ্রেফতার

বগুড়ার শেরপুরে যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মী গ্রেফতার। ছবি : দৈনিক করতোয়া

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : শেরপুরে বিস্ফোরক,ভাংচুর, হামলা, হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়েরকৃত মামলায় যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগের চার নেতা-কর্মীকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গতকাল মঙ্গলবার দিনে ও রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো সীমাবাড়ী ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক বর্তমানে ইউনিয়ন যুবলীগের প্রচার সম্পাদক, টাকা ধুকুরিয়া গ্রামের নুরুল ইসলাম খানের ছেলে আল আমিন খান (৩৭), ভবানীপুর ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহ্বায়ক চন্ডিপুর গ্রামের মৃত রসুল মাহমুদের ছেলে আব্দুর রাজ্জাক (৪০), ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সাংগঠনিক সম্পাদক, ছোনকা পূর্বপাড়া গ্রামের কাশেম আলীর ছেলে সোহেল রানা (৪৫) ও ভবানীপুর ইউনিয়নের যুবলীগ কর্মী চন্ডিপুর গ্রামের মৃত শহিদুল ইসলামের ছেলে মো: শাহ আলম (২৮)।

আরও পড়ুন

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গতকাল মঙ্গলবার দিবাগত রাত পৌনে ১ টার দিকে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের টাকাধুকুরিয়া বাজার এলাকা থেকে আল আমিন খানকে গ্রেফতার করা হয়। একই দিন দুপুর সাড়ে ১১টায় ভবানীপুর ইউনিয়নের দলিল এলাকা থেকে অন্য তিনজনকে গ্রেফতার করা হয়েছে। এ বিষয়ে শেরপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, গ্রেফতারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আমরা ১৭ বছর গাছের গোড়ায় পানি ঢেলেছি, এখন ফল খাচ্ছেন আপনারা : মির্জা আব্বাস

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি গ্রেফতার

নেত্রকোনায় বজ্রপাতে কৃষকের মৃত্যু

ভারতের বিরুদ্ধে বিক্ষোভে নামল পাকিস্তানের হিন্দু সম্প্রদায়

শ্রমিকদলের আয়োজিত সমাবেশে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের অংশগ্রহণ

 একতরফা ভালোবেসে গায়ে আগুন দিয়ে কলেজছাত্রীর আত্মহত্যা