বগুড়ার শেরপুরে চোরাই মোটরসাইকেলসহ ১০ মামলার আসামি গ্রেফতার

শেরপুর (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার শেরপুরে একটি চোরাই মোটরসাইকেলসহ একাধিক মামলার আসামি রফিক ইসলাম (৪৫) নামের আন্তঃজেলা চোর চক্রের ১জন সদস্যকে গ্রেফতার করেছে শেরপুর থানা পুলিশ। সে কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার কলাতলী (গলবাড়ী) মৃত নুরুল ইসলামের ছেলে। গতকাল সোমবার দিবাগত রাত সোয়া ১টার পৌরশহরের ধুনটমোড় সিএনজি ষ্ট্যান্ড থেকে তাকে গ্রেফতার করা হয়।
জানা যায়, গতকাল সোমবার পৌরশহরের শান্তিনগর এলাকার মৃত আব্দুর রহমানের ছেলে মিনহাজ তালুকদার কোর্টপাড়া আহলে হাদিস মসজিদের সামনে পালসার ১৫০সিসি (বগুড়া-ল-১৩-৫৪৬৫) মোটরসাইকেল রেখে ফজরের নামাজ আদায় করছিল। নামাজ আদায় শেষে এসে দেখেন মোটরসাইলেকটি চুরি হয়ে গেছে। পরে ওই দিন শেরপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।
অভিযোগের ভিত্তিতে শেরপুর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মইনুল ইসলাম তথ্য প্রযুক্তির সহায়তায় রাত ১টার দিকে ধুনটমোড় সিএনজি ষ্ট্যান্ড থেকে মোটরসাইকেল সহ রফিককে গ্রেফতার করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে তার সঙ্গে থাকা অন্যান্য সহযোগীরা পালিয়ে যায়।
আরও পড়ুনএ বিষয়ে শেরপুর থানা অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম বলেন, এই চক্রটি দীর্ঘদিন যাবৎ দেশের বিভিন্ন অঞ্চলে গিয়ে মোটরসাইকেল চুরি করে। রফিকের বিরুদ্ধে ঢাকা সহ বিভিন্ন জেলায় ১০টি মামলা বিচারাধীন আছে।
মন্তব্য করুন