ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

ফরিদপুরে রাতে সাবেক সেনা সদস্যর বাড়িতে ডাকাতি

ফরিদপুরে রাতে সাবেক সেনা সদস্যর বাড়িতে ডাকাতি

নিউজ ডেস্ক:   ফরিদপুরের বোয়ালমারী উপজেলার পরমেশ্বরদী ইউনিয়নের জয়পাশা গ্রামের সাবেক সেনা সদস্য মৃত সৈয়দ আবুল কালাম আজাদের বাড়িতে ঢুকে সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে ডাকাতির ঘটনা ঘটেছে। শনিবার (১ মার্চ) রাত সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে।

এসময় ডাকাতদল প্রায় ১১ লাখ টাকা মূল্যের মালামাল লুট করে বলে দাবি পরিবারের। এ ঘটনায় আবুল কালামের ছেলে সৈয়দ আদনান আজাদ রোববার (২ মার্চ) থানায় লিখিত অভিযোগ করেছেন। পরে সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।

পরিবারের সদস্যরা জানান, ডাকাতদল গেটের তালা ভেঙ্গে ভেতরে ঢুকে বাড়িতে থাকা আবুল কালামের স্ত্রী রেবা বেগম ও অপর এক মহিলা গেদা বেগমকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ৪০ হাজার টাকা, স্বর্ণালংকার, টিভি, মোবাইলসহ মূল্যবান জিনিসপত্র লুট করে নিয়ে যায়। লুণ্ঠিত জিনিসপত্রের মূল্য প্রায় ১১ লাখ টাকা।

আরও পড়ুন

এ বিষয়ে সৈয়দ আদনান আজাদ বলেন, চাকরির কারণে আমি ঢাকায় থাকি। ফুফুকে নিয়ে আমার মা গ্রামের বাড়িতে থাকেন। শনিবার রাত সাড়ে ১১টার দিকে ১০-১২ জনের ডাকাত দল গেটের তালা ভেঙ্গে ভেতরে প্রবেশ করে দেশীয় অস্ত্রের মুখে মা ও ফুফুকে জিম্মি করে বেঁধে রাখে। এসময় স্টিলের আলমারি, কাঠের আলমারি, বাক্স ভেঙে নগদ টাকা, স্বর্ণালংকারসহ মূল্যবান জিনিসপত্র নিয়ে যায়। যার মূল্য প্রায় ১১ লাখ টাকা।

এ বিষয়ে বোয়ালমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহামুদুল হাসান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। ডাকাতির বিষয়ে মামলা হবে। আসামিদের গ্রেফতার ও মালামাল উদ্ধারে দ্রুত পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

হোটেল ওয়েস্টিন থেকে মার্কিন নাগরিকের মরদেহ উদ্ধার

চীন থেকে দেশে ফিরেই নুরের খোঁজ নিতে ঢামেকে নাহিদ-সারজিস

নাটোরের সিংড়ায় চিঠি লিখে রেখে যুবকের আত্মহত্যা

গাইবান্ধার পলাশবাড়ীতে অচেনা প্রাণির আক্রমণে ১১ জন আহত

ঠাকুরগাঁওয়ে মায়ের অভিযোগে সন্তানের লাশ কবর থেকে উত্তোলন

দেশকে স্থিতিশীল ও স্বচ্ছ নির্বাচনের পথে এগিয়ে নিতে নারীর সক্রিয়তা অপরিহার্য- মাহমুদা হাবিবা