ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

শ্রীমঙ্গলে শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

শ্রীমঙ্গলে শ্রমিকবাহী পিকআপ উল্টে নিহত ২, আহত ১০

নিউজ ডেস্ক:   মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সাতগাঁও ইউনিয়নের ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের সাতগাঁও চা-বাগান ফ্যাক্টরির পাশে ঢালাই (ভাঙ্গা) এলাকায় চা-শ্রমিকবাহী পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে দুজন নিহত হয়েছেন।

সোমবার (৩ মার্চ) সকালে এ দুর্ঘটনা ঘটে।


এ ঘটনায় আহত হয়েছেন আরও ১০ জন। এদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। নিহতরা হলেন বিশাল (১৭) ও হৃদয় (২৫)। তবে তাদের বিস্তারিত পরিচয় জানা যায়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকাল ১০টার দিকে উপজেলার আমরাইল চা-বাগান থেকে পিকআপে করে কাজে যাচ্ছিলেন শ্রমিকরা। পথে ঢাকা-সিলেট আঞ্চলিক মহাসড়কের ভাঙ্গা এলাকায় পিকআপ নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে ১০ যাত্রী আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক সম্রাট কিশোর পোদ্দার জানান, সকালে দুর্ঘটনায় আহত ১০ জন চা-শ্রমিককে হাসপাতালে নিয়ে আসা হয়। এদের মধ্যে আটজনের অবস্থা গুরুতর খারাপ হওয়ায় তাদের মৌলভীবাজার সদর হাসপাতালে রেফার করা হয়। তাদের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) আহমদ ফয়সল জামান জানান, শ্রীমঙ্গলে দুর্ঘটনায় আহত ছয়জন সদরে চিকিৎসাধীন। তবে হাসপাতালে আসার পথে দুজন মারা গেছেন।


ঘটনার সত্যতা নিশ্চিত করে সাতগাঁও হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুর রহমান জানান, এ ঘটনায় গুরুতর আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে। পিকআপপি হাইওয়ে থানায় নিয়ে আসা হয়েছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩২ বছর পর মধ্যরাতে জাকসু নির্বাচনের তারিখ ঘোষণা

নয়াপল্টনে বিএনপির শ্রমিক সমাবেশের প্রস্তুতি চূড়ান্ত

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার