ভিডিও রবিবার, ১৮ মে ২০২৫

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ককে শ্বশুরবাড়িতে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ

জয়পুরহাটের কালাইয়ে নিষিদ্ধ ছাত্রলীগের আহবায়ককে শ্বশুরবাড়িতে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ, প্রতীকী ছবি

কালাই (জয়পুরহাট) প্রতিনিধি : জয়পুরহাটে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কালাই উপজেলা আহবায়ক তৌফিকুল ইসলাম তৌহিদকে শ্বশুরবাড়িতে আত্মগোপনে থাকা অবস্থায় উত্তেজিত জনতা গণধোলাই দিয়ে পুলিশে দিয়েছে। গতকাল সোমবার রাতে উপজেলার বিয়ালা এলাকায় শ্বশুরবাড়িতে উত্তেজিত জনতা তাকে দেখে ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটায়।

আটক উপজেলা ছাত্রলীগের আহবায়ক তৌফিকুল ইসলাম তৌহিদ কালাই পৌরশহরের পূর্বপাড়া মহল্লার মো. মাহতাব হোসেনের ছেলে। তিনি বর্তমানে কালাই উপজেলা ছাত্রলীগের আহবায়ক পদে আছেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যা ও বিস্ফোরক আইনে একাধিক মামলা রয়েছে বলে জানান তিনি। 
স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, মাত্রাই ইউনিয়নের বিয়ালা বাজারে শ্বশুর ফজলে এলাহি তোতার বাড়িতে দীর্ঘদিন থেকে আত্মগোপনে ছিলেন তৌফিকুল ইসলাম তৌহিদ। বিষয়টি স্থানীয় জনতা জানতে পেরে সোমবার রাতে তাকে গণধোলাই দিয়ে পুলিশের কাছে সোপর্দ করেন।

আরও পড়ুন

জয়পুরহাট জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, উত্তেজিত জনতা ছাত্রলীগ নেতাকে তার শ্বশুরবাড়িতে দেখে উত্তেজিত হয়ে মারপিট করে পুলিশে খবর দিয়েছে। তার বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হত্যাসহ একাধিক মামলা রয়েছে। তিনি জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। সুস্থ হলে তাকে আদালতের মাধ্যমে জেল-হাজতে পাঠানো হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৩ বিভাগে অতি ভারী বর্ষণের সতর্কতা

ঠাকুরগাঁওয়ে দম্পতিকে চেতনানাশক খাইয়ে ৯ লাখ টাকার মালামাল লুট, গ্রেফতার ৩

দিনাজপুরের কাহারোলে সড়ক দুর্ঘটনায় একজন নিহত

গাইবান্ধার সাঘাটায় বোনারপাড়া বাজারে রাস্তায় জলাবদ্ধতা, পথচারীদের দুর্ভোগ

ঢাকা ওয়াসার নতুন এমডি ডিএসসিসির প্রশাসক শাহজাহান মিয়া

পাবনার সুজানগরে ভাল ফলাফল অর্জনে শিক্ষার্থীরা প্রাইভেট শিক্ষকদের ওপর নির্ভরশীল