দিনাজপুরের ঘোড়াঘাটে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ঘোড়াঘাট (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের ঘোড়াঘাটে স্থানীয় ভান্ডারী গং কর্তৃক কোরআন অবমাননা ও ধর্মীয় অনুভূতিতে আঘাতের প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শুক্রবার বিকেল ৩টায় উপজেলার ৩নং সিংড়া ইউপি প্রাঙ্গণ থেকে এক বিক্ষোভ মিছিল বের হয়ে রাণীগঞ্জ বাজারের বাসস্ট্যান্ড পর্যন্ত গিয়ে প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রানীগঞ্জ সরকারি স্কুল এন্ড কলেজের বিপরীতে এক গণসমাবেশ অনুষ্ঠিত হয়।
আরও পড়ুনস্থানীয় সামাজিক সংগঠন সিরাতে মুস্তাকিম পরিষদ ও তৌহিদি জনতার উদ্যোগে আয়োজিত এক বিক্ষোভ মিছিল ও সমাবেশে উপজেলা ওলামা ঐক্য পরিষদের সভাপতি মাওলানা কামরুজ্জামানের সভাপতিত্বে ও সাংগঠনিক সম্পাদক মাওলানা আরশাদ হোসাইন সঞ্চালনায় বক্তব্য রাখেন ৩নং সিংড়া ইউপি চেয়ারম্যান সাজ্জাত হোসেন, ঘোড়াঘাট উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মাহবুবুর রহমান চৌধুরী, হাফেজ মাওলানা মোজাফফর হোসেন, হাফেজ সিরাজুল ইসলাম, মাওলানা সুলতান মাহমুদ, মুফতি মোহিবুল্লাহ, সিরাতে মুস্তাকিম পরিষদের সহ-সভাপতি মোমিনুল ইসলাম টুটুল প্রমুখ।
মন্তব্য করুন