ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

অপারেশন ডেভিল হান্ট দিনাজপুরে ৪ আ’লীগ নেতা গ্রেফতার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে অপারেশন ডেভিল হান্ট অভিযানে ৪ আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করা হয়েছে। গত ২৪ ঘন্টায় জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়। আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) দিনাজপুরের ডিআই ওয়ান লিয়াকত আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

গ্রেফতারকৃতরা হলেন- দিনাজপুর সদর উপজেলার ৩নং ফাজিলপুর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তোজাম্মেল হকের ছেলে হায়দার আলী (৪৮), বিরল উপজেলার মঙ্গলপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও মৃত গোফফারের ছেলে দেলোয়ার হোসেন মুক্তি (৪৫), চিরিরবন্দর উপজেলার ৫নং আব্দুলপুর ইউনিয়নের ৪নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য ও আজিজার রহমানের ছেলে ওমর ফারুক ওরফে কালা ফারুক (৩৭) এবং জেলার বীরগঞ্জ উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও মৃত দিলীপ কুমার রায়ের ছেলে দীপঙ্কর রাহা বাপ্পী (৫০)।

আরও পড়ুন

তাদের সকলের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মামলা রয়েছে। আরও জানা গেছে, গত ২৪ ঘন্টায় পাঁচটি মাদক মামলায় সাতজন আসামিকে গ্রেফতার করা হয়েছে। অভিযানে ১০৫ গ্রাম গাঁজা, ১০৯ পিস ট্যাপেন্ডাটল ট্যাবলেট, ৮ গ্রাম হেরোইন ও ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। আর বিশেষ অভিযানের অংশ হিসেবে ১৯ জন ওয়ারেন্টভুক্ত আসামিকে গ্রেফতার করেছে দিনাজপুর জেলা পুলিশ।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে কুপিয়ে ও গুলি করে হত্যা

রংপুরে শহীদ আবু সাঈদের কবর জিয়ারতের মধ্য দিয়ে শুরু এনসিপির ‘জুলাই পদযাত্রা’ 

“আন্দোলনের একপর্যায়ে আমরা ‘ডু অর ডাই’ পরিস্থিতিতে চলে যাই”

বুধবার প্রথম ওয়ানডেতে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ

সন্ধ্যার মধ্যে ছয় অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

এনসিপির ‘দেশ গড়তে জুলাই পদযাত্রা’ কর্মসূচি ঘোষণা