পাবনার সাঁথিয়ায় সুজন হত্যাকান্ডের আসামি বিয়াই গ্রেফতার

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি : পাবনার সাঁথিয়ায় সুজন ওরফে সুজল হত্যার মূল আসামি মনসুর সরদারকে (৪০) আধুনিক প্রযুক্তির মাধ্যমে গতকাল সোমবার গাজীপুরের কোনাবাড়িয়া মহল্লা থেকে গ্রেপ্তারসহ লুণ্ঠিত অটোভ্যান উদ্ধার করেছে পুলিশ। মনসুর সরদার উপজেলার আতাইকুলা থানাধীন ভবানীপুর মহল্লার নায়েব সরদারের ছেলে এবং নিহত সজলের বড় ছেলের শ্বশুর।
থানা পুলিশ সূত্রে জানা যায়, মনসুর সরদারের মেয়ের সাথে ভ্যান চালকের ছেলের বিয়ে হয়। ছেলে বাড়িতে না থাকায় ভ্যানচালক সুজন তার পুত্রবধূর দিকে কু-নজর দেয়। পুত্রবধূর বাবা বিয়াই মনসুর এ কথা জানার পর ভ্যান চালককে হত্যার পরিকল্পনা করেন। ঘটনার দিন ১৪ ফেব্রুয়ারি বিয়াই মনসুর ঘুমের বড়ি ও স্পীট খাইয়ে সুজনকে অচেতন করে। পরে রশি দিয়ে শ্বাসরোধ করে ভ্যান চালককে হত্যা করে ভ্যান নিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইদুর রহমান বলেন, আজ মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে ১৬৪ ধারায় জবানবন্দির জন্য পাবনা আদালতে আসামি মনসুর সরদারকে প্রেরণ করা হয়েছে। উল্লেখ্য গত শুক্রবার রাত ১০টার দিকে মোবাইল ফোনে কারও সাথে কথা বলে সুজন অটোভ্যান নিয়ে বের হয়ে আর বাড়ি ফেরে না।
আরও পড়ুনবিভিন্ন স্থানে খুঁজেও তাকে পাওয়া যায় না। গত শনিবার সকালে স্থানীয়রা জোড়গাছা স্বরূপ ব্রিজের পাশে তোরানের পুকুরে লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেয়। পুলিশ লাশ উদ্ধার করলে পরিবারের লোকজন শনাক্ত করেন। তাদের ধারণা সুজনকে হত্যা করে অটোভ্যান নিয়ে যায় দুর্বৃত্তরা।
মন্তব্য করুন