ভিডিও সোমবার, ০১ সেপ্টেম্বর ২০২৫

জামিনে মুক্ত হয়ে আবারও গ্রেফতার বগুড়ার আ’লীগ নেত্রী লিপি

জামিনে মুক্ত হয়ে আবারও গ্রেফতার  বগুড়ার আ’লীগ নেত্রী লিপি, ছবি: সংগৃহীত

স্টাফ রিপোর্টর : বগুড়ার আওয়ামী লীগ নেত্রী, বগুড়া জেলা পরিষদের সংরক্ষিত ওয়ার্ডের সাবেক সদস্য সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক পত্নী মাহফুজা খানম লিপি (৪৫) জামিনে মুক্ত হয়ে বাড়ি ফেরার পথে পুলিশ আবারও তাকে গ্রেফতার করেছে। শনিবার (১৫ ফেব্রুয়ারি) সদর থানার একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়।

গত শুক্রবার বিকেলে উচ্চ আদালতের আদেশে বগুড়া জেলা কারাগার থেকে মুক্তি পান মাহফুজা খানম লিপি। এরপর বাড়ি ফেরার পথে শহরের সাতমাথা এলাকা থেকে সদর থানার পুলিশ তাকে গ্রেফতার করে।

আরও পড়ুন

বগুড়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মঈনুদ্দিন জানান, গত ১৮ ডিসেম্বর ঢাকার মোহাম্মদপুর এলাকার একটি বাসা থেকে গ্রেফতার হন মাহফুজা খানম লিপি ও তার স্বামী সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আবু সুফিয়ান সফিক (৫২)। তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় হত্যাচেষ্টা ও বিস্ফোরক দ্রব্য আইনে মামলা ছিল। গ্রেফতারের পর স্বামী-স্ত্রী দু’জনেই কারাগারে ছিলেন। পুলিশের এই কর্মকর্তা আরও বলেন, সম্প্রতি উচ্চ আদালত থেকে জামিন পেয়েছিলেন মাহফুজা খানম লিপি। সেই অনুযায়ী গত শুক্রবার বিকেলে বগুড়া জেলা কারাগার থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরছিলেন তিনি। পরে সদর থানার একটি হত্যাচেষ্টার মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে তাকে গ্রেফতার করা হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চবি এলাকায় থমথমে পরিবেশ, পুরুষশূন্য জোবরা গ্রাম

হল ছাড়ার নির্দেশ প্রত্যাখ্যান করে বাকৃবি শিক্ষার্থীদের বিক্ষোভ

যেকোনো ষড়যন্ত্র রুখে দিতে ছাত্রসমাজ প্রস্তুত : শিবির নেতা সিবগাতুল্লাহ

বিজিবির কাছে ১৪ বাংলাদেশিকে হস্তান্তর করলো বিএসএফ

বিচার বিভাগের সংস্কার ৮০ শতাংশ বাস্তবায়িত হয়েছে : প্রধান বিচারপতি

আজ শেখ হাসিনার বিরুদ্ধে দশম দিনের সাক্ষ্যগ্রহণ