মুন্সীগঞ্জে কবর থেকে খুলি চুরি

নিউজ ডেস্ক: মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার পূর্ব বেঁজগাঁও কবরস্থানের কবর থেকে খুলি চুরির অভিযোগ উঠেছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) সকালে শবে বরাত উপলক্ষে কবরস্থান পরিষ্কার করতে গেলে স্থানীয় মুসল্লিরা কবরগুলো খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান।
এর আগে, গত রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা কবর খুঁড়ে খুলি চুরি করেছে বলে ধারণা এলাকাবাসীর।
আরও পড়ুনপূর্ব বেঁজগাঁও কবরস্থানের সভাপতি আবুল কালাম কানন বলেন, ‘‘প্রতি বছর শবে বরাতের রাতে অনেকে কবরস্থান জিয়ারতে যান। এ জন্য আজ সকালে কবরস্থান পরিষ্কার করতে যান মুসল্লিরা। এ সময় তারা পাঁচটি কবর খোঁড়াখুঁড়ি অবস্থায় দেখতে পান। পরে থানায় খবর দেওয়া হয়।’’
শ্রীনগর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার আনিসুর রহমান বলেন, ‘‘খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। এ সময় সেখানে পাঁচটি কবর খোঁড়া অবস্থায় দেখা গেছে। ওই কবরগুলো থেকে খুলি নিয়ে যাওয়া হয়েছে।’’
মন্তব্য করুন