ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

বগুড়ার ধুনটে মানববন্ধন প্রতিহত করতে আ.লীগের হামলা, যুবদল নেতাসহ আহত ৭

বগুড়ার ধুনটে মানববন্ধন প্রতিহত করতে আ.লীগের হামলা, যুবদল নেতাসহ আহত ৭, প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : ধুনট উপজেলায় গ্রামবাসির মানববন্ধন কর্মসূচি প্রতিহত করতে আওয়ামী লীগের নেতাকর্মীর হামলায় যুবদল নেতাসহ উভয় পক্ষের ৭জন আহত আছে। আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুপুর ১টায় উপজেলার পারলক্ষীপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় সড়কে এ হামলার ঘটনা ঘটে।

আহতরা হলেন, পারলক্ষীপুর গ্রামের কোরবান আলীর ছেলে চিকাশি ইউনিয়নের ওয়ার্ড যুবদলের সাংগঠনিক সম্পাদক ফরিদুল ইসলাম (৩০), আশরাফ আলীর ছেলে ইউসুফ আলী প্রামানিক (৫০), তার ছেলে সাহামুদ্দিন (২২), স্ত্রী ছকিনা খাতুন (৪৮), জবান শেখের স্ত্রী জহুরা খাতুন (৫০), আড়কাটিয়া গ্রামের হাফিজুর রহমানের ছেলে চয়ন (২২) এবং পারলক্ষীপুর গ্রামের আজাহার আলীর ছেলে ফেরদৌস আলম (২৫), দুদু প্রামানিকের ছেলে লস্কর আলী (৩৫)। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। 

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পারলক্ষীপুর গ্রামের বাদশা প্রামানিকের ছেলে আকতার হোসেন (৪৮) চিকাশী ইউনিয়নের ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। তিনি একই গ্রামের আরও কয়েকজন আওয়ামী লীগের কর্মী নিয়ে গত সরকারের আমলে গ্রামের মানুষদের ভয়ভীতি প্রদর্শন, দখল, হামলা, মিথ্যা মামলা ও নির্যাতন করেছিল। ফলে ৫ আগস্টের পর আওয়ামী লীগ নেতাকর্মীদের বিরুদ্ধে দায়েরকৃত বিভিন্ন মামলায় আওয়ামী লীগ নেতা আকতার হোসেন, শাহ আলম, হারেজ প্রমানিক এজাহার নামীয় আসামি।

আরও পড়ুন

তারপরও অর্থের বিনিময়ে ক্যাডার বাহিনীর মাধ্যমে সুযোগ বুঝে বিভিন্ন সময় এলাকার মানুষের উপর প্রভাব বিস্তার অব্যাহত রেখেছে। তাদের জুলুম-অত্যাচার থেকে রক্ষা পেতে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে পারলক্ষীপুর গ্রামবাসি আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) মানববন্ধন কর্মসূচির আয়োজন করে। মানববন্ধন কর্মসূচিতে অংশ নিতে গ্রামের লোকজন একত্রিত হওয়ার সময় আওয়ামী লীগ নেতা আকতার হোসেন ও তার লোকজন গ্রামবাসির উপর হামলা চালায়। পরবর্তীতে গ্রামবাসি সংঘবদ্ধ হয়ে দুপুর দেড়টায় সুলতানহাটা-পারলক্ষীপুর চিকাশী মর্চা মৎস্যজীবি সমবায় সমিতির কার্যালয়ের সামনে মানববন্ধন কর্মসূচি পালন করে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন ওই সমিতির সভাপতি শুক্কুর খাঁ, সাধারণ সম্পাদক ফজর আলী, আলাবক্স, আনিছ আলী, ইসমাইল হোসেন, আব্দুল হক ফকির, আবুল কাশেম, আবু তাহের ফকির, আব্দুল মজিদ ফকির, আব্দুল গোফার প্রমুখ। এ বিষয়ে ধুনট থানার ডিউটি অফিসার এসআই স্বপন মিয়া বলেন, এ ঘটনায় অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পঞ্চগড়ের তেঁতুলিয়া সড়ক নির্মাণে অনিয়মের অভিযোগে দুদক’র অভিযান

পাবনার বেড়ায় পেঁয়াজ সংরক্ষণে উন্নত পদ্ধতির ঘর

সিরাজগঞ্জে র‌্যাব-১২ এর অভিযানে ৫৮৭ পিস ইয়াবাসহ গ্রেফতার ১

দিনাজপুর শিক্ষাবোর্ডর এসএসসি পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৫ জনকে বহিষ্কার

রংপুরের মিঠাপুকুরে ক্ষতিকর রঙ মেশানো শিশুখাদ্যে বাজার সয়লাব

মামলা থেকে বাঁচতে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ, সংবাদ সম্মেলন