ভিডিও সোমবার, ১২ মে ২০২৫

শালীনতার মাত্রা ছাড়ালেন ইউটিউবার, পেতে পারেন বড় শাস্তি

শালীনতার মাত্রা ছাড়ালেন ইউটিউবার, পেতে পারেন বড় শাস্তি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক: পডকাস্ট কিংবা রিয়্যালিটি শোয়ের মতো বিভিন্ন লাইভ অনুষ্ঠানে। অবশ্য এ নিয়ে তর্ক-বিতর্কেরও শেষ নেই দিন দিন যেন শালীনতার মাত্রা ছাড়িয়ে যাচ্ছে । অনেক ক্ষেত্রে রিয়্যালিটি শো-এ প্রতিযোগীদের সঙ্গে মজা করেন অনেক বিচারক। কিন্তু এবার মজার ছলে এক প্রতিযোগীকে অত্যন্ত কুরুচিকর মন্তব্য করে বসলেন বিচারকের আসনে থাকা এক ইউটিউবার। যা নিয়ে তোলপাড় ইন্টারনেট দুনিয়া।

সম্প্রতি ভারতের ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ নামের একটি কৌতুক প্রতিযোগিতামূলক পডকাস্ট শো-এ ঘটে এমন কাণ্ড। কুরুচিকর মন্তব্য করা সেই ইউটিউবারের নাম রণবীর এলাহাবাদিয়া।ভাইরাল একটি ভিডিওতে দেখা যায়, সেই শো-এ বিচারক হিসেবে ছিলেন রণবীর। সেখানেই জনপ্রিয় সব ইউটিউবারদের প্যানেলে দেখা যায় নানা রকম মশকরা করতে। এক পর্যায়ে এক প্রতিযোগীর সঙ্গে এমন বিষয় নিয়ে কথা বললেন রণবীর, যা রীতিমতো শালীনতার মাত্রা ছাড়িয়ে দেয়।এক প্রতিযোগীকে তিনি উত্তেজনার মাথায় বলে বসলেন, 'তুমি কি তোমার বাবা মায়ের গোপন মুহূর্ত চোখের সামনে দেখতে চাও সারাজীবন?'

রণবীরের এমন প্রশ্ন শুনে খানিক চমকে যান কমেডিয়ান সময় রায়নাও। মা বাবা ব্যক্তিগত জীবন নিয়ে এমন মশকরা মেনে নিতে পারেনি কেউই। ডার্ক জোকসের নামে অশ্লীলতাকে প্রচার করার অভিযোগ ওঠে তার বিরুদ্ধে, যা সমাজের পক্ষে ক্ষতিকারক।

এদিকে সংবাদ সংস্থা এএনআই-এর সূত্রে খবর, ‘ইন্ডিয়া’স গট ল্যাটেন্ট’ নামের একটি শোতে অশালীন ভাষা ব্যবহারের কারণে মুম্বাই কমিশনার এবং মহারাষ্ট্র নারী কমিশনের কাছে একটি অভিযোগ জমা দেওয়া হয়েছে। 

আরও পড়ুন

বিষয়টি নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ প্রতিযোগীকে করা রণবীর এলাহাবাদিয়ার অশালীন প্রশ্নের তীব্র নিন্দা করেছেন। সঙ্গে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথাও জানান।

তবে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন রণবীর। বলেছেন, এই ঘটনার থেকে তিনি শিক্ষা নিয়েছেন এই মাধ্যম আরও ভালোভাবে ব্যবহার করার।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সোমবার ৬ বিভাগে বৃষ্টির আভাস, কমবে গরম

নওগাঁর নিয়ামতপুরে ককটেল বিস্ফোরণ মামলায় নিষিদ্ধ ছাত্রলীগ নেতা গ্রেফতার

বগুড়ার শেরপুরে ধান কাটামাড়াইয়ে ব্যস্ত কৃষান কৃষাণীরা

বগুড়ার ধুনট থানার পাশেই ব্যবসা প্রতিষ্ঠানে চুরি

পাবনার চাটমোহরে আমগাছ থেকে পড়ে প্রাণ গেল দিনমজুর ইসরাইলের 

বগুড়ার নন্দীগ্রামে পুলিশের অভিযানে দুইজন গ্রেফতার