পাবনার ঈশ্বরদীর লালন শাহ্ সেতুর ওপর দুর্ঘটনায় একজন নিহত

ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি : পাবনার ঈশ্বরদীতে লালন শাহ সেতুর ওপর বিকল ট্রাক মেরামতের সময় আরেক ট্রাকের ধাক্কায় চালকের এক সহকারী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও দু’জন গুররুতর আহত হয়েছেন। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) সকালে ঈশ্বরদী উপজেলার পাকশী লালন শাহ্ সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইলিয়াস হোসেন (২২)। তিনি ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার বাসিন্দা। ইলিয়াস দাঁড়িয়ে থাকা ট্রাকের চালকের সহকারী ছিলেন। ময়নাতদন্তের জন্য তার লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে পুলিশ।
আরও পড়ুনকুষ্টিয়ার ভেড়ামারা থানার উপ-পরিদর্শক (এস আই) মোহাম্মদ তুহিন হোসেন এসব তথ্য নিশ্চিত করে বলেন, আহত ব্যক্তিদের ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপেক্সে ভর্তি করা হয়েছে। সেতুর ওপর যান চলাচল স্বাভাবিক রয়েছে।
মন্তব্য করুন