ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের সাজা

নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতে চারজনের সাজা। ছবি : দৈনিক করতোয়া

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর রাণীনগরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে চারজন মাদক সেবিকে সাজা প্রদান করা হয়েছে। আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পারইল বাজারে অভিযান চালিয়ে এই সাজা প্রদান করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।

আদালতের বিচারক শেখ নওশাদ হাসান জানান, মাদক সেবন করে মাতাল হয়ে বিশৃঙ্খলা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে থানাপুলিশের সহায়তায় উপজেলার পারইল বাজারে ভ্রাম্যমান আদালতের অভিযান পরিচালনা করা হয়।

এসময় নেশাগ্রস্ত অবস্থায় ওই গ্রামের সুদিপ কুমারের ছেলে শুভ কুমার (২০), দ্বীনবন্ধর ছেলে জয়ন্ত সাহা (২৮), সিরাজুল ইসলামের ছেলে বেলাল হোসেন (৩৮) ও এলাকার বিশিয়া গ্রামের বেলাল হোসেনের ছেলে জহুরুল ইসলামকে (৩৫) হাতেনাতে ধরা হয়।

আরও পড়ুন

এরপর মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের ৩৬/৫ ধারা অনুয়ায়ী, প্রত্যেককে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড ও আরো একশত টাকা করে অর্থদন্ডে দন্ডিত করা হয়। দন্ডপ্রাপ্তদের আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে বলে জানিয়েছেন রাণীনগর থানার অফিসার ইনচার্জ  তারিকুল ইসলাম।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম