দিনাজপুরে ওএমএস’র ৫১ বস্তা চাল ও ১৭ বস্তা আটা উদ্ধার

দিনাজপুর জেলা প্রতিনিধি : দিনাজপুরে সরকারি বস্তা বদল করে অবৈধভাবে বাজারে বিক্রির প্রস্তুতিকালে ওএমএস-এর ৫১ বস্তা চাল ও ১৭ বস্তা আটা উদ্ধার করেছে জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের একটি অভিযানিক দল।
আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে দিনাজপুর শহরের পাটুয়াপাড়া এলাকায় জনৈক রানার বাড়ি থেকে এসব সরকারি খাদ্যপণ্য উদ্ধার করা হয়। তবে কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। অভিযানে নেতৃত্ব দেন দিনাজপুর জেলা খাদ্য নিয়ন্ত্রক কার্যালয়ের সহকারী খাদ্য খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ।
সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহমেদ বলেন, গতকাল রোববার দিবাগত রাতে আমরা গোপন সংবাদের ভিত্তিতে তথ্য পাই যে, দিনাজপুর শহরের পাটুয়াপাড়ার একটি বাসায় খাদ্য বিভাগের খোলাবাজারে বিক্রি কর্মসূচির চাল ও আটা অবৈধভাবে মজুদ করা আছে। এসব চাল ও আটা সরকারি বস্তা বদল করে বাজারে বিক্রির প্রস্তুতি নেয়া হয়। এই তথ্যের ভিত্তিতে আজ সোমবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে আমরা পাটুয়াপাড়ার ওই বাসায় এসে ঘটনার সত্যতা পাই এবং সরকারি ৫১ বস্তা চাল ও ১৭ বস্তা আটা জব্দ করি।
আরও পড়ুনএ বিষয়ে কাউকে আটক করা হয়েছে কি-না, এমন প্রশ্নের উত্তরে সহকারী খাদ্য নিয়ন্ত্রক মোহন আহম্মেদ বলেন, যেহেতু খাদ্য বিভাগের কাউকে আটক বা গ্রেফতারের এখতিয়ার নেই, কিন্তু মামলা দেয়ার এখতিয়ার আছে। সেহেতু আমরা চাল ও আটা জব্দ করেছি-এখন এ বিষয়ে আমরা নিয়মিত মামলা করবো। উদ্ধারকৃত চাল ও আটা কোতয়ালী থানায় জমা দেয়া হয়।
মন্তব্য করুন