ভিডিও শুক্রবার, ১৪ নভেম্বর ২০২৫, ২৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:১২ দুপুর

হাবিবের গানের মডেল হচ্ছেন তার স্ত্রী

হাবিবের গানের মডেল হচ্ছেন তার স্ত্রী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ভালোবাসা দিবসকে সামনে রেখে নতুন চমক নিয়ে হাজির হচ্ছেন সংগীতশিল্পী হাবিব ওয়াহিদ। শ্রোতাভক্তদের জন্য নিয়ে আসছেন ভালোবাসার গান। ইতিমধ্যে গান ভিডিওটি’র একটি প্রমো শেয়ার করে সেই খবরই জানান দেন তিনি। গানটির শিরোনাম ‘পাগল হাওয়া’।

শ্রাবণের কথায় গানটির সুর ও সংগীত পরিচালনা করেছেন হাবিব ওয়াহিদ নিজেই। দেশে ও দেশের বাইরের বিভিন্ন মনোরম লোকেশনে এর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে। গান ভিডিওটিতে হাবিবের সঙ্গে মডেল হয়েছেন তার স্ত্রী আফসানা চৌধুরী শিফা। এই গানের মধ্যে দিয়ে প্রায় চার বছর পর পর্দায় জুটি হয়ে আসছেন হাবিব-শিফা।

আরও পড়ুন

আফসানা চৌধুরী শিফা গণমাধ্যমকে বলেন, ‘অনেক দিন পর আমাদের একসঙ্গে স্ক্রিনে আসা, প্রায় চার বছর পর। অভিজ্ঞতা খুবই ভালো। কাজের ব্যাপারে সে বরাবরই পেশাদার। তার মতো একজন পেশাদারের সাথে কাজ করতে ভালোই লাগছিল।’ এর আগে ২০২১ সালে হাবিব ও শিফাকে প্রথমবারের মতো একসঙ্গে দেখা গিয়েছিল ‘রোমান্টিক লাগে’ গানে। এরপর আর তাদেরকে পর্দায় দেখা যায়নি। হাবিব ওয়াহিদের নিজের এইচ ডব্লিউ প্রোডাকশন হাউজ থেকে নির্মিত ‘পাগল হাওয়া’ মিউজিক ভিডিওটি ভালোবাসা দিবসে গায়কের ইউটিউব চ্যানেলে উন্মুক্ত হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গণভোটে আইন প্রণয়ন হয়ে যাবে না, সেজন্য সংসদ গঠিত হতে হবে : সালাহউদ্দিন

ভোলায় গ্যাস দেশের কাজে লাগানো হবে: শিল্প উপদেষ্টা

লকডাউন-অগ্নিসংযোগে নির্বাচনবিরোধী মহলেরও সম্পৃক্ততা থাকতে পারে : হাবিবুর রহমান হাবিব

সৌদি তাকামলের সঙ্গে প্রবাসী কল্যাণ সচিবের বৈঠক

ওসমান হাদিকে ৩০টি নম্বর থেকে হুমকি

৩ দেশের ৪ সংগঠনকে ‘সন্ত্রাসী গোষ্ঠী’ ঘোষণা করল যুক্তরাষ্ট্র