ভিডিও বৃহস্পতিবার, ২৭ মার্চ ২০২৫

এক টুকরো জমির মালিকানা দাবি

বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আ‘লীগ ও জাসদ অফিস নিয়ে দিনভর আলোচনা 

বগুড়ায় গুঁড়িয়ে দেওয়া আ‘লীগ ও জাসদ  অফিস নিয়ে দিনভর আলোচনা, ছবি: দৈনিক করতোয়া 

স্টাফ রিপোর্টার :  গত বৃহস্পতিবার রাতে ছাত্র-জনতার ভাংচুর শেষে ধ্বংসস্তুপে পরিণত হওয়া বগুড়া জেলা জাসদ অফিস থেকে শুরু করে আওয়ামীলীগ অফিস পর্যন্ত এলাকা জুড়ে শুক্রবার (৭ ফেব্রুয়ারি) শত শত মানুষের ভিড় ছিলো। রাতে সাতমাথা এলাকায় না থাকলেও শুক্রবার সারাদিন ধ্বংসস্তুপ দেখেছেন বগুড়াবাসী। শতশত মানুষ ধ্বংসস্তুপের ছবি তুলে ফেসবুকে আপলোড দিয়েছে। রাতে ভাংচুরের পর সকালে টোকাই ও ছিন্নমূল মানুষেরা ধ্বংসস্তুপের ভেতর থেকে লোহার রড বের করে নিয়ে যায়। দিনভর আলোচনার কেন্দ্র ছিলো ভাংচুরের ঘটনা। গতকাল দিনভর ওই স্থান নিয়ে এতদিন কারো কোন দাবি দাওয়া না থাকলেও শুক্রবার মিজানুর রহমান বাবু নামের এক ব্যক্তি জায়গাটা নিজেদের দাবি করেন। প্রথমে ওই ব্যক্তি নিজেকে হিউম্যান রাইটস এর কর্মী এবং পরে সাংবাদিক হিসেবে পরিচয় দেন। তবে ওই সম্পত্তি ভেস্টেট সম্পত্তি বা অর্পিত সম্পত্তি হিসেবে সরকারি গেজেটে রয়েছে বলে জানা গেছে।

বগুড়ার অতিরিক্ত জেলা প্রশাসক(রাজস্ব) পিএম ইমরুল কায়েস জানান,  তার জানা মতে সম্পত্তি টি ভেস্টেট প্রপার্টি। যদি কেউ সম্পত্তি নিজের বলে দাবি করে তবে তাকে অবশ্যই যথাযত কাগজ দেখাতে হবে। তিনি বলেন, ভাঙা স্থাপনা বিষয়ে কি হবে তা নিয়ে কোন সিদ্ধান্ত হয়নি। যদি মানুষের চলাচলের সমস্যা হয় তবে পৌরসভা রাস্তা থেকে আবর্জনা সরাতে পারে।

আরও পড়ুন

এদিকে গত বৃহস্পতিবারের ভাংচুরের ঘটনার পর শুক্রবার বগুড়া শহরের পরিবেশ ছিলো শান্ত। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

 ময়মনসিংহে ভুট্টাক্ষেত থেকে নবজাতকের মরদেহ উদ্ধার

ফেলে যাওয়া নৌকা থেকে ৫০ কেজি হরিণের মাংস উদ্ধার 

জামালপুরে ট্রাককে ট্রেনের ধাক্কা, ট্রেনের চালকসহ ৩ জন আহত

মেয়র হিসেবে শপথ নেব কি না, সেটা দলীয় বিষয় : ইশরাক

হাতির আক্রমণ থেকে বাঁচতে চট্টগ্রামে সড়ক অবরোধ 

সীতাকুণ্ডে নিজের ফার্মে যাওয়ার সময় কৃষকদল নেতাকে কুপিয়ে হত্যা