ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

পিরোজপুরে সিঁধ কেটে ঘরে ঢুকে বৃদ্ধাকে হাত-পা বেঁধে হত্যা

পিরোজপুরের নাজিরপুর উপজেলায় লহ্মী রানী ভক্ত (৭৫) নামের এক বৃদ্ধার হাত-পা বাধা মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে উপজেলার শেখমাটিয়া ইউনিয়নের মৌখালী গ্রামে এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত লক্ষ্মী রানী ওই গ্রামের মৃত সুমন্ত কুমার ভক্তর স্ত্রী।

স্থানীয় নুর ইসলাম শেখ জানান, তিনি ওই বাড়ির কিছু খেজুর গাছ কাটেন। তার রস দিতে শুক্রবার সকালে ওই বাড়িতে যান। ডেকে সাড়া না পেয়ে তিনি পাশের বাড়ির কৃষ্ণা মন্ডলকে ডেকে আনেন। কৃষ্ণা মন্ডল ওই ঘরে ঢুকে লক্ষ্মী রানীকে মৃত অবস্থায় দেখতে পান।

কৃষ্ণা মন্ডল জানান, ঘরে ঢুকে তিনি ওই বৃদ্ধাকে হাত-পা বাঁধা ও মৃত দেখতে পেয়ে স্থানীয়দের খবর দেন।

আরও পড়ুন

নিহতের ছেলে আইনজীবী তাপস কুমার ভক্ত জানান, শুক্রবার সকালে তিনি তার মায়ের হত্যার খবর পান। খবর পেয়ে তিনি বাড়ি গিয়ে বসতঘরের খাটের উপর তার মায়ের হাত-পা বাঁধা মরদেহ দেখতে পান।

তিনি আরও জানান, স্থানীয় একটি পক্ষের সাথে দীর্ঘ দিন ধরে জমি নিয়ে বিরোধ চলছে তাদের। এর জের ধরে তার মাকে হত্যা করা হতে পারে বলে তার ধারণা।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদ আল ফরিদ ভূঁইয়া জানান, ঘরের পেছন থেকে সিঁদ কেটে ঘরে ঢুকে ওই বৃদ্ধাকে হত্যা করা হয়েছে। তদন্ত চলছে। জড়িতদের গ্রেফতারের চেষ্টা চলছে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘প্রধান উপদেষ্টা নিরপেক্ষ, আমরাও নিরপেক্ষ’- সিইসি

আইসিসি’র বর্ষসেরা আম্পায়ারের সঙ্গে বিসিবি’র চুক্তি

প্রেমে ব্যর্থ হলে বাথরুম পরিষ্কার করেন আদিত্য

আবারও মেসির মায়ামি ছাড়ার গুঞ্জন

ইরাকের বিমানবন্দরে রকেট হামলা

পারিবারিক সাক্ষাৎকারে খোলামেলা নেইমার!