ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

মাংস কিনে বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল ভ্যানযাত্রীর

মাংস কিনে বাড়ি ফেরার পথে বাস চাপায় প্রাণ গেল ভ্যানযাত্রীর, ছবি: সংগৃহীত

মফস্বল ডেস্ক : জয়পুরহাটের আক্কেলপুরে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ভ্যানের ধাক্কায় সড়কে ছিটকে পড়ে বাসচাপায় এক কৃষক নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে পৌর সদরের রূপনগর মোড়ে এ দুর্ঘটনা ঘটে। নিহত আসলাম সরদার (৫৫) পৌর এলাকার শান্তা মহল্লার কফিল উদ্দিনের ছেলে। 

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, পৌর সদরের মোইন রোডের রূপনগর মোড়ে সড়কের ওপরে দাঁড়িয়ে থাকা ট্রাক থেকে ‘বাবা মেডিসিন হাউস’ দোকানের মালামাল আনলোড চলছিল। এ সময় শান্তা মহল্লা থেকে একটি ব্যাটারিচালিত ভ্যানে চার-পাঁচজন যাত্রী নিয়ে আক্কেলপুর বাজারে আসার সময় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। তখন ভ্যানে থাকা তিন যাত্রী ছিটকে সড়কের ওপরে পড়ে যায়। এসময় আক্কেলপুর থেকে বগুড়াগামী জনকল্যাণ নামক একটি বাস দ্রুতগতিতে বগুড়ার উদ্দেশে যাওয়ার পথে সড়কের ওপরে পড়ে থাকা কৃষক আসলাম সরদারকে চাপা দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। বাসটি দ্রুত পালিয়ে যায়। পরে পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে আসে।
নিহতের ভাই রমজান আলী সরদার বলেন, ‘সকালে আমার বড় ভাই বাজারে মাংস কিনতে গিয়েছিলেন। পথে বাসচাপায় মারা গেছেন। আমরা লাশ বাড়িতে নিয়ে এসেছি।’

আক্কেলপুর থানার পরিদর্শক (ওসি) আনিছুর রহমান বলেন, ঘটনার পর বাসটি নিয়ে চালক দ্রুত পালিয়ে যান। নিহতের পরিবারের লোকজন লাশ বাড়িতে নিয়ে গেছে। 

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইভ্যালির রাসেল-শামীমার তিন বছরের কারাদণ্ড

আজ বিশ্ব ‘বাঁশ’ দিবস

হাতুড়ির আঘাতে বড় ভাইকে হত্যা করল ছোট ভাই

গাজায় নিহতের সংখ্যা ছাড়াল ৬৫ হাজার 

চ্যাম্পিয়ন্স লিগে দারুণ শুরু ইন্টার মিলানের

শেখ হাসিনার বিরুদ্ধে নাহিদের দ্বিতীয় দিনের সাক্ষ্যগ্রহণ শুরু