ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন বৃদ্ধা

পাওনা টাকা চাইতে গিয়ে লাশ হলেন বৃদ্ধা

নিউজ ডেস্ক:  যশোরের শার্শা উপজেলায় পিঁপড়াগাছি গ্রামে পাওনা টাকা চাওয়ায় রহিমা খাতুন (৭০) নামে এক বৃদ্ধাকে পিটিয়ে হত্যা করার অভিযোগ উঠেছে অপু হোসেন (৩০) নামের এক ব্যাক্তির বিরুদ্ধে । মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত রহিমা ওই গ্রামের মৃত নবীছদ্দীন গাজীর স্ত্রী। ঘটনার পরপরই অভিযুক্ত ও তার পরিবারের লোকজন পালিয়ে যান।

স্থানীয়রা জানান, নিহত রহিমার ছেলে মিজানুর রহমান প্রতিবেশী আব্দুস সামাদের ছেলে অপু হোসেনের কাছে টাকা পেতেন। পাওনা টাকা চাওয়া নিয়ে প্রায়ই দুই পরিবারের মাঝে ঝগড়া হতো। ঘটনার দিন দুপুরে রহিমা রান্নার জন্য কলা পাড়তে মাঠে যান। এসময় অপুদের বাড়ির সামনে এলে অপু ও রহিমার মধ্যে কথা কাটাকাটি হয়।

এক পর্যায়ে রহিমাকে মারধর করতে করতে পাকা রাস্তার ওপর ফেলে দেন অপু। এতে মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান রহিমা। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এবং পরে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

আরও পড়ুন

প্রত্যক্ষদর্শী ফিরোজা খাতুন বলেন, রহিমাকে রাস্তার ওপর ফেলে দিলে তিনি মাথায় আঘাত পেয়ে জ্ঞান হারান। পরে লোকজন এসে তাকে হাসপাতালে নিয়ে যায়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছেন। ময়নাতদন্ত শেষে রিপোর্ট হাতে পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। থানায় এখনো কোনো অভিযোগ করা হয়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে দুপক্ষের সংঘর্ষ, গুলিতে একজন নিহত

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও