ভিডিও বৃহস্পতিবার, ০৮ জানুয়ারি ২০২৬, ২৪ পৌষ ১৪৩২

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি, ২০২৫, ০৩:৪২ দুপুর

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু

যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন নেতানিয়াহু, ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক ডেস্ক : গতকাল রোববার বিকেলে যুক্তরাষ্ট্রে পৌঁছেছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। চলতি সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে নেতানিয়াহু বৈঠক করবেন। এ ছাড়া এই সফরে ট্রাম্প প্রশাসনের অন্যান্য শীর্ষ কর্মকর্তার সঙ্গেও নেতানিয়াহুর বৈঠক করার কথা রয়েছে।

নেতানিয়াহুকে বহনকারী উড়োজাহাজটি যুক্তরাষ্ট্রে অবতরণের পর দেশটিতে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ড্যানি ড্যানন সামাজিক যোগাযোগমাধ্যমে একটি বিবৃতি দিয়েছেন। তিনি বলেন, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মধ্যকার গভীর সম্পর্ককে আরও জোরালো করতে একটি গুরুত্বপূর্ণ বৈঠক (ট্রাম্প-নেতানিয়াহু) হতে যাচ্ছে। এই বৈঠকের মাধ্যমে পারস্পরিক সহযোগিতা আরও জোরদার হবে।গতকাল যুক্তরাষ্ট্রের উদ্দেশে উড়োজাহাজে ওঠার আগে নেতানিয়াহু বেশ কয়েকবার ‘শান্তির’ প্রসঙ্গ টানেন। তিনি বলেন, যুদ্ধে তারা যেসব সিদ্ধান্ত নিয়েছেন, তা ইতিমধ্যে মধ্যপ্রাচ্যের চেহারা পাল্টে দিয়েছে। তিনি বিশ্বাস করেন, তারা নিরাপত্তা জোরদার করতে পারবেন। শান্তির পরিসর আরও বিস্তৃত করতে পারবেন। শক্তির মাধ্যমে শান্তির একটি অসামান্য যুগ অর্জন করতে পারবেন।

আরও পড়ুন

ট্রাম্প দ্বিতীয় মেয়াদে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেওয়ার পর নেতানিয়াহু প্রথম কোনো বিদেশি নেতা হিসেবে তার (ট্রাম্প) সঙ্গে সাক্ষাৎ করতে যুক্তরাষ্ট্রে গেলেন। ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু ট্রাম্প প্রশাসনের সঙ্গে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ আঞ্চলিক বিষয় নিয়ে গঠনমূলক আলোচনা করবেন বলে আশা করা হচ্ছে।গাজায় দ্বিতীয় ধাপের যুদ্ধবিরতির আলোচনা আজ সোমবার শুরু হওয়ার কথা। গত ১৯ জানুয়ারি প্রথম ধাপে গাজায় যুদ্ধবিরতি কার্যকর হয়।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে অস্বাস্থ্যকর পরিবেশে  খাদ্য সংরক্ষণ, ৫ প্রতিষ্ঠানের  জরিমানা

কুমিল্লা-৪ আসনে প্রার্থী হতে পারছেন না বিএনপির মঞ্জুরুল আহসান

এলপিজি ব‍্যবসায়ীদের ধর্মঘট প্রত‍্যাহার

বাংলাদেশের বাজারে অ/বৈ/ধভাবে আইফোন বিক্রি করছে চীনা নাগরিক

ভেনেজুয়েলার ভবিষ্যৎ কোন পথে

দেশের স্বার্থে শ্রমবাজার উন্মুক্ত করুন