বগুড়ায় যৌথবাহিনীর অভিযানে একজন আটক

স্টাফ রিপোর্টার : বগুড়ার আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি রোধে আজ শনিবার (১ ফেব্রুয়ারি) শহরের সাতমাথা, দত্তবাড়ি, চারমাথা এবং স্টেশন রোডের সরকারি আজিজুল হক কলেজের সামনে যৌথবাহিনী চেকপোস্ট বসিয়ে বিভিন্ন যানবাহকে তল্লাসী চালিয়েছে।
দিনের বিভিন্ন সময়ে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালে যৌথবাহিনীর সদস্যরা সন্দেহভাজন মোটরসাইকেল থামিয়ে চালকদের দেহ তল্লাসী করে। অভিযান চলাকালে সরকারি আজিজুল হক কলেজের সামনে থেকে বগুড়া সদরের ফাঁপোড় এলাকার আব্দুস সালামের ছেলে রাকিব (৩৪)কে চাকুসহ আটক করা হয়।
আরও পড়ুনমন্তব্য করুন