বগুড়া-৩ আসনের সাবেক এমপি খোকার দাফন সম্পন্ন

আদমদীঘি/দুপচাঁচিয়া(বগুড়া) প্রতিনিধি : বগুড়া-৩ (দুপচাঁচিয়া-আদমদীঘি) আসনের বিএনপি’র সাবেক সংসদ সদস্য বিএনপি’র কেন্দ্রীয় কমিটির রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমেন তালুকদার খোকার (৭৫) প্রথম জানাজার নামাজ আজ বুধবার (২৯ জানুয়ারি) সকাল ৯টায় দুপচাঁচিয়া সরকারি পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।
জানাজার নামাজের আগে যুবদল নেতা আশরাফুল আলম ও আবু রায়হানের পরিচালনায় সংক্ষিপ্ত বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন, বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া উপদেষ্টা সাবেক মেয়র এড. একেএম মাহবুবুর রহমান, বিএনপি চেয়ারপার্সন উপদেষ্টা ও কেন্দ্রীয় কৃষকদলের সিনিয়র সহ-সভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু, জেলা বিএনপি’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কাহালু-নন্দিগ্রাম এলাকার সাবেক সংসদ সদস্য মোশারফ হোসেন, সাবেক সভাপতি ভিপি সাইফুল ইসলাম সাবেক সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন চাঁন, সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল বগুড়া বারের সভাপতি এড. আতাউর রহমান খান মুক্তা, মরহুমের ছোট ভাই আদমদীঘি উপজেলা বিএনপি’র সভাপতি, জেলা বিএনপি’র সহ-সভাপতি আব্দুল মোহিত তালুকদার, জামাই আমেরিকা প্রবাসী হেলাল উদ্দীন, জেলা বিএনপি’র সহ-সভাপতি শহর বিএনপি’র সভাপতি এড. হামিদুল হক চৌধুরী হিরু, সাংগঠনিক সম্পাদক সহিদুন্নবী সালাম, কেএম খায়রুল বাসার, উপজেলা বিএনপি’র সভাপতি মনিরুল ইসলাম খান স্বপন, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, সাবেক সভাপতি আব্দুল হামিদ, সাবেক সাধারণ সম্পাদক সাবেক মেয়র জাহাঙ্গীর আলম, আবু নাসের, পৌর বিএনপি’র সাবেক সভাপতি মোজাম্মেল হক তালুকদার কায়কোবাদ, সাধারণ সম্পাদক আখতারুজ্জামান তুহিন, মোত্তাকিম হোসেন মোত্তা, জেলা শ্রমিক দলের সভাপতি আব্দুল ওয়াদুদ, আদমদীঘি উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি বুলবুল ফারুক, সহ-সভাপতি গোলাম মোস্তফা, সাধারণ সম্পাদক আবু হাসান, গাবতলী উপজেলা যুবদলের আহ্বায়ক আরিফুর রহমান মজনু, আদমদীঘি উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক জুয়েল রানা প্রমুখ।
পরে সকাল ১০টায় আদমদীঘি রহিম উদ্দীন ডিগ্রি কলেজ মাঠ, বেলা ১১টায় সান্তাহার স্টেডিয়ামে ও বাদ জোহর গ্রামের বাড়ি কালাইকুড়িতে চতুর্থ জানাজা নামাজ শেষে জানাজা পারিবারিক কবরস্থানে বাবা সাবেক সাংসদ মরহুম আব্দুল মজিদ তালুকদার ও মা মরহুমা রাবেয়া মজিদের কবরের পাশে আব্দুল মোমিন তালুকদার খোকার দাফন সম্পন্ন করা হয়েছে।
আরও পড়ুনউল্লেখ্য সাবেক সংসদ সদস্য আব্দুল মজিদ তলুকদারের পুত্র সাবেক সংসদ সদস্য আব্দুল মোমেন তালুকদার খোকা গতকাল মঙ্গলবার বিকালে ঢাকা স্কয়ার হাসপাতালে প্রায় ৭ দিন লাইফ সার্পোটে মৃত্যুর সাথে পাঞ্জালড়ে অবশেষে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে স্ত্রী, তিন মেয়ে নাতি-নাতনি সহ বহু আত্মীয়-স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৭৫ বছর।
এদিকে বিএনপির সাবেক সাংসদ আব্দুল মোমিন তালুকদারের মৃত্যুতে শোক প্রকাশ ও তার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিবৃতি দিয়েছেন. আদমদীঘি প্রেসক্লাবের সভাপতি হাফিজার রহমান. সহ-সভাপতি গোলাম মোস্তফা, বেনজীর রহমান, সাধারণ সম্পাদক খন্দকার মেহেদী হাসান, সহ সম্পাদক হেদায়েতুল ইসলাম উজ্জল, সাংগঠনিক সম্পাদক আবু মুত্তালিব মতি, মিজানুর রহমান, মিহির সরকার, আনোয়ার হোসাইন, মোমিন খান, সবুর খান। আদমদীঘি হাজি তাছের আহমেদ মহিলা কলেজের অধ্যক্ষ মোস্তফা আহমেদ নাইডু, আদমদীঘি গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুস ছালাম তালুকদার।
মন্তব্য করুন