ভিডিও শনিবার, ০৬ ডিসেম্বর ২০২৫, ২১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ২৯ জানুয়ারী, ২০২৫, ০৪:০১ দুপুর

মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল : সাইফ আলি খান

মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল : সাইফ আলি খান, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : মুম্বাইয়ের অন্যতম অভিজাত এলাকা জুহু। বিশেষ করে বলিউডে অতীত থেকে এই প্রজন্মের তারকা-প্রত্যেকের পছন্দের জায়গা এটি। ফিল্মি দুনিয়ার কমবেশি সকলেই চেষ্টা করেন, জুহুতে একটি বাড়ি বানানোর। এই শখ সাইফ আলি খানেরও ছিল। কিন্তু বাধ সেধেছিল নাকি তার ধর্ম! তিনি ভিন্ন সম্প্রদায়ের বলে জুহুতে বাড়ি পাননি! অভিনেতা নিজের মুখেই এই কথা বলেছেন।

সম্প্রতি নিজের ওপর হামলার পর ৬ দিন হাসপাতালে কাটিয়ে বাড়ি ফিরেছেন সাইফ। আরও কড়া হয়েছে তার নিরাপত্তা। তার মধ্যেই পুরনো একটি সাক্ষাৎকার নতুন করে ভাইরাল। যেখানে সাইফকে বলতে শোনা গেছে, ধর্মের কারণে কিভাবে পছন্দের এলাকায় বাড়ি কিনতে বঞ্চিত হয়েছেন তিনি। শর্মিলা ঠাকুর-মনসুর আলি পতৌদীর বড় ছেলে সাইফ। মা-বাবার ভালোবাসায় কোনও দিন ধর্ম বাধা হয়ে দাঁড়ায়নি। অথচ আধুনিক সমাজ তাদের সন্তানকে ধর্মের বেড়াজালে বাঁধতে চেয়েছিল। 

পুরনো এক সাক্ষাৎকারে সাইফ নিজেই এই কথা স্পষ্ট করে বলেছেন। অভিনেতাকে প্রশ্ন করা হয়েছিল, বিদেশে কখনও তিনি ধর্মান্ধতার শিকার হয়েছিলেন? জবাবে নবাবপূত্র বলেন, ‘আমেরিকাসহ বিদেশের নানা অঞ্চলে ভ্রমণ করেছি। কোথাও ধর্ম নিয়ে আমাকে কিছু বলা হয়নি। ব্যতিক্রম নিজের দেশ! মুম্বাই আমার ধর্ম নিয়ে প্রশ্ন তুলেছিল।’ ঘটনার ব্যাখ্যা করে জুহুতে বাড়ি না পাওয়ার ঘটনা প্রকাশ্যে আনেন সাইফ। তিনি বলেন, ‘জুহুতে বাড়ি কিনব ঠিক করেছি। নানা জায়গায় সন্ধান চালাচ্ছি। তখনই সাফ বলা হয়েছিল, আমি ভিন্ন সম্প্রদায়ের। তাই জুহুতে বাড়ি পাব না। আমাকে কেউ বাড়ি দেবেন না!’

আরও পড়ুন

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শারীরিক অবস্থার ওপর নির্ভর করছে খালেদা জিয়াকে লন্ডনে নেয়ার সিদ্ধান্ত

বাড়ল স্বর্ণের দাম

বিশ্বকাপে সহজ গ্রুপে ব্রাজিল-আর্জেন্টিনা

জামায়াত ক্ষমতায় গেলে শিক্ষা-স্বাস্থ্য হবে প্রধান অগ্রাধিকার: শফিকুর রহমান

আওয়ামী লীগ গণতন্ত্রের জন্য ভাইরাস: সালাহউদ্দিন আহমদ

পাইথন-জাভাস্ক্রিপ্টের রাজত্ব ও আগামীর প্রযুক্তি বিশ্ব