ভিডিও রবিবার, ১৪ সেপ্টেম্বর ২০২৫

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু

পঞ্চগড়ে ক্লিনিকের তিনতলা থেকে পড়ে শিশুর মৃত্যু। প্রতীকী ছবি

পঞ্চগড় প্রতিনিধি : পঞ্চগড়ের একটি প্রাইভেট ক্লিনিকের তৃতীয় তলা থেকে পড়ে সোলায়মান (৪) নামে একটি শিশুর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২৭ জানুয়ারি) বিকেলে জেলা শহরের প্রাইম ডায়াগনস্টিক কমপ্লেক্স এন্ড ক্লিনিকে এই ঘটনা ঘটে। নিহত সোলায়মান পঞ্চগড় সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের ধনীপাড়া এলাকার রহিমুল ইসলামের একমাত্র ছেলে।

শিশুটির চাচা রকিবুল ইসলাম জানান, ওই প্রাইভেট ক্লিনিকে গতকাল রোববার সোলায়মানের খালা অরিফা খাতুনের অস্ত্রোপচার করে একটি ছেলে সন্তান হয়। তাকে দেখতে মা সালমা বেগমের সাথে ক্লিনিকের আসে সোলায়মান। এক পর্যায়ে সবার অগোচরে দ্বিতীয় তলা থেকে তৃতীয়তলায় উঠে যায় সে। তাকে দেখতে না পেয়ে তার মা ডাকাডাকি ও খোঁজাখুঁজি শুরু করেন।

এর মধ্যেই তৃতীয় তলার বেলকনীর ছোট দেয়ালে উঁকি দিয়েই নিচে পড়ে যায় সোলায়মান। এ সময় মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাত পায় সে। পরে তাকে আশঙ্কাজনক অবস্থায় পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নেয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় সে।

আরও পড়ুন

পঞ্চগড় সদর থানার ওসি এসএম মাসুদ পারভেজ তৃতীয় তলা থেকে পড়ে ওই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, শিশুটির পরিবারের সাথে কথা বলে মরদেহ হস্তান্তর করা হবে। এখনো তারা আমাদের কাছে আসেনি। তাদের যদি কোন অভিযোগও থাকে তারা দিতে পারেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে জীবনের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার

জয়পুরহাটে স্বামীর ধারালো অস্ত্রের আঘাতে স্ত্রী খুন, স্বামী গ্রেফতার

রংপুরের পীরগঞ্জে সড়কের গাছ নিলাম নিয়ে আদালতে মামলা

সিরাজগঞ্জে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

পাঁচ হাজার শিক্ষার্থীকে নিজামী ফাউন্ডেশনের ক্যারিয়ার গাইড প্রশিক্ষণ প্রদান

বগুড়ার ধুনটে কিশোর গ্যাংয়ের আতংকে ৫০ পরিবারের মানববন্ধন