নিউজ ডেস্ক
প্রকাশ : ২৭ জানুয়ারী, ২০২৫, ০৮:৩০ রাত
আশুলিয়ায় পৃথক স্থানে দুই নারীর মরদেহ

আশুলিয়ায় পৃথক স্থানে দুই নারীর মরদেহ
শিল্পাঞ্চল আশুলিয়ায় পৃথক স্থান থেকে দুই নারীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
আজ সোমবার (২৭ জানুয়ারি) সকালে আশুলিয়ার কুমকুমারী এবং বিকেলে ডেন্ডাবর উত্তরপাড়া এলাকা থেকে মরদেহ দুটি উদ্ধার করেছে থানা পুলিশ।
নিহতদের মধ্যে একজনের নাম নার্গিছ (৩০)। তিনি ঠাকুরগাঁওয়ের সদর থানার কালিতলা চৌদ্দহাত গ্রামের জালাল উদ্দিনের মেয়ে ও বিদ্যুৎ মন্ডল হারুনের স্ত্রী। অপরজনের পরিচয় নিশ্চিত করতে পারেনি দায়িত্বরত পুলিশের সদস্যরা।
থানা পুলিশ জানায়, সোমবার সকালে আশুলিয়ার কুমকুমারী এলাকায় নার্গিছ নামে এক নারীর মরদেহ দেখতে পেয়ে আশুলিয়া থানায় খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে নিহতের মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। তার শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে।
অপরদিকে বিকেলে আশুলিয়ার ডেন্ডাবর উত্তরপাড়ার একটি কবরস্থানের পাশে অজ্ঞাত এক নারীর মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেন স্থানীয়রা। পরে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে মরদেহ উদ্ধার করলেও তার বিস্তারিত পরিচয় পাওয়া যায়নি।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নূরে আলম সিদ্দিকী বলেন, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পৃথক স্থান থেকে দুই নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এসব ঘটনায় আশুলিয়া থানায় পৃথক দুইটি মামলা দায়েরসহ দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
মন্তব্য করুন