ভিডিও মঙ্গলবার, ০১ জুলাই ২০২৫

হবিগঞ্জে দিপু হত্যা মামলায় ৬ জন গ্রেপ্তার করেছে র‌্যাব  

হবিগঞ্জে দিপু হত্যা মামলায় ৬ জন গ্রেপ্তার করেছে র‌্যাব  

নিউজ ডেস্ক: হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সংঘর্ষে নিহত কাজী দিপু হত্যা মামলার ৬ আসামিকে চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকা থেকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

গ্রেপ্তারকৃতরা হলেন- হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামের হাবিবুর রহমান (৪০), মো. গাজিউর রহমান (৩০), মো. সালাউদ্দিন ওরফে সালেক মিয়া (৩২), মোহাম্মদ আলী ওরফে অলি উদ্দিন (৩৫), মো. ইদু মিয়া (৫০), মো. সিজিল মিয়া (৩৬)।

রবিবার (২৬ জানুয়ারি) রাতে ই-মেইলে প্রেসবার্তায় এসব তথ্য দেন র‌্যাব-৯ সিলেটের  মিডিয়া অফিসার সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল।

এর আগে র‌্যাব-৯ সিপিসি-৩ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের সদস্যরা অভিযান চালিয়ে জেলার চুনারুঘাট উপজেলার উলুকান্দি এলাকা থেকে ৬ আসামিকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃতদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আরও পড়ুন

বুধবার (২২ জানুয়ারি) বিকেলে হবিগঞ্জ সদর উপজেলার কালনী গ্রামে সংঘর্ষে ওই গ্রামের আব্দুল মতিনের ছেলে কাজী দিপু (৪০) নিহত হন। এ ঘটনায় আহত হন ১৫ জন। পরে কাজী দিপুর ভাই কাজী সজলু বাদী হয়ে হবিগঞ্জ সদর মডেল থানায় মামলা করেন।  

হবিগঞ্জ সদর মডেল থানার ওসি আলমগীর কবির বলেন, “আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কালনী গ্রামের ফরিদ মিয়ার গোষ্ঠীর সঙ্গে শান্ত মিয়ার গোষ্ঠীর দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। এ নিয়ে দুপক্ষের লোকজন একাধিকবার সংঘর্ষে জড়িয়েছে। এতে কমপক্ষে ১৬ জন আহত হন। এরমধ্যে ফরিদ মিয়ার পক্ষের কাজী দিপুকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একটানা কতক্ষণ চলার পর বিশ্রাম প্রয়োজন সিলিং ফ্যানের?

নির্বাচনের মাধ্যমে পরিবর্তন চায় বিএনপি: মির্জা ফখরুল

‘বাতাসে প্রেমের ঘ্রাণ’-এ মুগ্ধতা ছড়ালেন রেহান

এই মুহূর্তে জনগণের ঐক্য জরুরি : তারেক রহমানের

পিরোজপুরে এইচএসসি পরীক্ষার উত্তরপত্র নিয়ে পালালেন পরীক্ষার্থী

বগুড়া আদমদীঘিতে ব্যবসায়ী সিন্ডিকেটের বিরুদ্ধে রাস্তায় কাঁচা মরিচ ছিটিয়ে চাষীদের অবরোধ-বিক্ষোভ