ভিডিও বুধবার, ৩০ এপ্রিল ২০২৫

স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে বন্যপ্রাণি জব্দ

স্বপ্নপুরী পিকনিক স্পট থেকে বন্যপ্রাণি জব্দ। ছবি : দৈনিক করতোয়া

নবাবগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি : দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার পিকনিক স্পট স্বপ্নপুরীতে বন বিভাগের বন্যপ্রাণি অপরাধ দমন ইউনিট অভিযান চালিয়েছে। সেখানকার মিনি চিড়িয়াখানা থেকে অভিযানিক দল লাইসেন্স ও অনুমতি ব্যতীত প্রদর্শিত অবস্থায় বেশকিছু বন্যপ্রাণি জব্দ করেন।

বন বিভাগ ঢাকার বন্যপ্রাণি অপরাধ ইউনিটের বন্যপ্রাণি পরিদর্শক আব্দুল্লাহ-আস-সাদিক জানান আজ রোববার (২৬ জানুয়ারি) অভিযানে সেখান থেকে এশিয়াটিক কালো ভাল্লুক, চারটি লজ্জাবতী বানর, একটি রাজ ধনেশ, পাঁচটি বেগুনি শালিম, পাঁচটি বক, একটি মদনটাক, চারটি মায়া হরিণ, পাঁচটি বেবুন, দু’টি উল্লুক, একটি চিতা বিড়াল, একটি বানর, ১১টি হনুমান দু’টি কচ্ছপ তিনটি কুমির, চারটি শঙ্খচিল, একটি ভুবনচিল, একটি পাকড়া ধনেশ, একটি সাম্বার হরিণ, ১৭টি ভোঁদড়, একটি ও অজগর তিনটিসহ মোট ৭৪টি বন্যপ্রাণি বন্যপ্রাণি (সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এর ৩২ ধারা অনুযায়ী জব্দ করা হয়েছে।

আরও পড়ুন

এরমধ্যে ৫২টি বন্যপ্রাণির কাগজপত্র আগামী চারকার্য দিবসের মধ্যে উপস্থাপন সাপেক্ষে লালনপালন ও দেখাশুনার জন্য সেখানকার কিউরেটর মোস্তাফিজুরের জিম্মায় দেওয়া হয়েছে। এসময় দিনাজপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক নুরুন্নাহার, নবাবগঞ্জ থানার ওসি আব্দুল মতিন, আফতাবগঞ্জ পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ পুলিশ পরিদর্শক সিরাজুল ইসলাম, নবাবগঞ্জ বিট কর্মকর্তা খাইরুল ইসলাম উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঠাকুরগাঁওয়ে চেতনানাশক খাইয়ে টাকাসহ অলংঙ্কার চুরি

জিম্বাবুয়েকে ইনিংস ব্যবধানে হারিয়ে চরম প্রতিশোধ বাংলাদেশের

এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে ওসি এসআইয়ের বিরুদ্ধে আদালতে নালিশি

রোহিঙ্গা নারীকে জন্মসনদ দেওয়ায় বদরগঞ্জে ইউপি চেয়ারম্যান সাময়িক বরখাস্ত

চিন্ময় দাসের জামিন স্থগিত চেয়ে রাষ্ট্রপক্ষের আবেদন

নাটোরের বড়াইগ্রামে ব্যবসায়ীর বাড়িতে চুরি