ভিডিও বৃহস্পতিবার, ০৮ মে ২০২৫

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

অনলাইনে আয়কর রিটার্ন দেওয়া যাবে সারা বছর

ব্যক্তি করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন বলে জানিয়েছেন এনবিআর চেয়ারম্যান আবদুর রহমান খান। তবে ৩১ জানুয়ারির পর রিটার্ন দিলে ২ শতাংশ হারে সুদ দিতে হবে। আজ রোববার (২৬ জানুয়ারি) কাস্টমস দিবসের অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি। এসময় নিত্যপণ্যের চড়া দামের কথা স্বীকার করে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ জানান, বাজারে সব জিনিসের দাম একসাথে কমবে, এমন আশা করা যাবে না।

আগামী ৩১ জানুয়ারি রিটার্ন জমার সময়সীমা শেষ হচ্ছে। এ বছর দুই দফা এক মাস করে সময় বাড়ানো হয়েছে। এখন পর্যন্ত ১২ লাখ করদাতা অনলাইনে রিটার্ন জমা দিয়েছেন। আন্তর্জাতিক কাস্টমস দিবসের সেমিনারে এনবিআর চেয়ারম্যান জানান, ব্যক্তিশ্রেণির করদাতারা সারা বছর অনলাইনে রিটার্ন দিতে পারবেন। তবে সে জন্য ২ শতাংশ হারে সুদ দিতে হবে। সর্বোচ্চ ২৪ মাসের জন্য ৪৮ শতাংশ পর্যন্ত এই সুদ আরোপিত হবে।

মোহাম্মদ আবদুর রহমান খান বলেন, ‘সারা বছরই অনলাইনে ট্যাক্স রিটার্ন দেওয়া যাবে। একই ভাবে আমাদের কাস্টমসের যে সিস্টেমগুলো আছে, আমরা সবচেয়ে বেশি কমপ্লেই শুনি আমাদের বন্ড ম্যানেজমেন্ট নিয়ে, আমরা বন্ডকে ফুল অপারেশনালাইজ করার জন্য রেডি হয়েছি।’ এ সময় ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের প্রশাসক হাফিজুর রহমান জানান, ভ্যাট-ট্যাক্স আরোপের সময় ব্যবসায়ীদের সাথে দ্বিপাক্ষিক আলোচনা করা প্রয়োজন। 

এফবিসিসিআই প্রশাসক বলেন, ‘ব্যবসায়ীদের সম্মিলিত করে আপনাদের সাথে আলোচনার করে, তাদের মতামতটা শুনে বাজেট প্রণোয়নের আগে যদি তাদের মতামতটা শোনা হয়, তাহলে হয়ত তারা অনেকটা কমফোর্ট ফিল করবে এবং ট্যাক্স-ভ্যাট প্রদানে আরও উৎসাহ বোধ করবে।’

আরও পড়ুন

অনুষ্ঠানে অর্থ উপদেষ্টা জানান, রাজস্ব আহরণ ও ব্যয় যেন যৌক্তিক হয়, সে ব্যাপারে জোর দেওয়া হচ্ছে। কিন্তু এই মুহুর্তে বড় চ্যালেঞ্জ অর্থনীতির সংস্কার। ভোগ্যপণ্যের দাম বাড়ায় মানুষের কষ্ট হচ্ছে বলেও স্বীকার করেন অর্থ উপদেষ্টা। 

সালেহউদ্দিন আহমেদ বলেন, ‘এই মুহুর্তে সবচেয়ে বড় সমস্যা, অর্থনীতির সমস্যা। অর্থনৈতিক সমস্যা খুব কঠিন আবার সহজও বটে। কঠিন যে অনেকগুলো ফান্ডামেন্টাল ল, অনেকগুলো আইন কানুন… একটু সময় লাগবে।’  এসময় রাজস্ব আদায়ে সহায়তা করতে ব্যবসায়ীদের অনুরোধ জানান অর্থ উপদেষ্টা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মধুমাস জ্যৈষ্ঠের আগেই বগুড়ার বাজারে উঠেছে আম-লিচু

ঠাকুরগাঁও সীমান্তে বিএসএফের হাতে ৪ বাংলাদেশি আটক

পাবনার বেড়ায় যমুনায় তীব্র ভাঙন আতঙ্কিত পাঁচ গ্রামের মানুষ

বগুড়ায় বিআরটিএ অফিসে দুদকের অভিযান

বগুড়ার মহাস্থানগড়ে বৈশাখী উৎসব বৃহস্পতিবার

বগুড়া মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচনে প্রতীক বরাদ্দ