জামালপুরে ট্রাক সেলের ৮০ বস্তা চাল ও ডালসহ তিনজন আটক

নিউজ ডেস্ক: জামালপুরের মাদারগঞ্জে উপজেলার চরপাকেরদহ ইউনিয়নের তেঘরিয়া এলাকায় টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করা হয়েছে। শনিবার (২৫ জানুয়ারি) রাতে অভিযান চালিয়ে চাল-ডালসহ তিন জনকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ।
আটককৃতরা হলেন- পৌর এলাকার চরবউলা এলাকার রমজান আলী (৫২), তেঘরিয়া উত্তরপাড়া এলাকার জেসমিন (৪০) ও একই এলাকার ফারজানা (২০)।
আরও পড়ুনমাদারগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আতোয়ার রহমান বলেন, ‘‘গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে টিসিবির ৮০ বস্তা চাল ও ডাল জব্দ করা হয়েছে। এ সময় তিন জনকে আটক করা হয়। এ ঘটনায় পরবর্তী আইনি কার্যক্রম প্রক্রিয়াধীন।’’
মন্তব্য করুন