ভিডিও বৃহস্পতিবার, ০১ মে ২০২৫

কুয়াশা-শীতে গভীর উৎকণ্ঠায় রংপুরের আলুচাষিরা

কুয়াশা-শীতে গভীর উৎকণ্ঠায় রংপুরের আলুচাষিরা

রংপুর জেলা প্রতিনিধি : রংপুরসহ বিভাগ জুড়ে গত কয়েকদিন ধরে শৈত্যপ্রবাহ বইছে। কমছে তাপমাত্রাও। এতে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। ঘন কুয়াশার সাথে সূর্যের কিরণ না থাকায় ফসলের ক্ষতির আশঙ্কা করছে চাষিরা। চাষিরা বলছেন, বর্তমানে আলুর মৌসুম চলছে।

এসময়ে ফসলের পরিচর্যা, সার ও কীটনাশক প্রয়োগের কাজ ব্যাহত হচ্ছে। তারা শঙ্কিত লেট ব্লাইট রোগ নিয়ে। এ কারণে ওষুধ স্প্রে খরচও বেড়েছে। কৃষি বিভাগ বলছে, শীতে বড় ধরনের ঝুঁকি থেকে বাঁচতে নানাবিধ পরামর্শ কার্যক্রম অব্যাহত রয়েছে। এখন পর্যন্ত আলুর ক্ষেতগুলোর অবস্থা ভালো আছে।

রংপুর মহানগরীর মাহিগঞ্জ, সাতমাথা, তপোধন, দর্শনা, তামপাট ও পীরগাছার নব্দীগঞ্জ, দেউতি, পারুল, কান্দিসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, টানা শৈত্যপ্রবাহে ধকল নেমেছে আলুর ক্ষেতে। ঘন কুয়াশার সাথে যুদ্ধ করে এখনও ভরা আলুর মাঠে ওষুধ স্প্রে করে চলছেন কৃষকরা। সপ্তাহে দুই থেকে তিন বার চড়া দামের বালাইনাশক ওষুধ ছিটিয়েও আলু টিকিয়ে রাখা যাচ্ছে না আলু বলে অভিযোগ কৃষকদের। এই শীতের কারণে লোকসানে পড়েছে কৃষক ও কৃষি নির্ভর পরিবারগুলো।

আরও পড়ুন

ব্যাহত হচ্ছে কৃষি কাজ। এ নিয়ে বিপাকে পড়েছেন তারা। শীতের কারণে কৃষি শ্রমিক পাওয়া যাচ্ছে না, যাদের পাওয়া যাচ্ছে তাদের দিতে হচ্ছে বেশি টাকা। কৃষি সম্প্রসারণ অধিদপ্তর রংপুরের উপ-পরিচালক রিয়াজ উদ্দিন জানিয়েছেন, রংপুর, কুড়িগ্রাম, নীলফামারী, গাইবান্ধা ও লালমনিরহাট কৃষি অঞ্চলে আলু রোপণ করা হয়েছে ১ লাখ ৬০২ হেক্টর জমিতে। এর মধ্যে শুধু রংপুর জেলায় ৫৩ হাজার ৯৩০ হেক্টরে আলু চাষ হয়েছে।

শীতে আলুর লেটব্লাইড ধাক্কা কাটিয়ে উঠতে মাঠ পর্যায়ে কৃষকদের সার্বক্ষণিক পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগের কর্মকর্তারা। এখন পর্যন্ত আলুর ক্ষেতগুলোর অবস্থা ভালো আছে। আশা করছি, উৎপাদনে এবারও লক্ষ্যমাত্রা অর্জিত হবে। রংপুরের আবহাওয়া অফিসের ইনচার্জ মুস্তাফিজার রহমান জানিয়েছেন, আগামী দুই-তিনদিন মৃদু শৈত্যপ্রবাহ অব্যাহত থাকতে পারে। তবে আবহাওয়ার পরিবর্তনও হতে পারে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিশুশ্রমের মামলা বাড়লেও কমেছে নিষ্পত্তি

সব পরিস্থিতিতে পাকিস্তানের পাশে থাকবে চীন

আজ খাবারের তালিকায় থাকুক রুই মাছের কোরমা

কেজিএফ’ নিয়ে মুখ খুললেন নায়িকা

মালিক-শ্রমিক এক কাতারে দাঁড়ালেই সমাজের চিত্র বদলে যাবে : শ্রম উপদেষ্টা

রাজস্থানে বাংলাদেশি অভিবাসীদের বিরুদ্ধে অভিযান চালানোর নির্দেশ