ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা, আটক ৩

হবিগঞ্জে অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তার গাড়ি আটকিয়ে ডাকাতির চেষ্টা চালিয়েছে একটি সংঘবদ্ধ ডাকাত দল। এসময় তিনজনকে আটক করে পুলিশে দিয়েছে জনতা। ডাকাতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

আজ শনিবার (২৫ জানুয়ারি) ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিতাইরচক এলাকায় এ ঘটনাটি ঘটে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ভোরে হবিগঞ্জ সদর উপজেলার নিজামপুর-দরিয়াপুর সড়কে ব্যাটারিচালিত ইজিবাইকে করে সবজি নিয়ে যাচ্ছিলেন অবসরপ্রাপ্ত এক সেনা কর্মকর্তা। পথিমধ্যে আমবাগান এলাকায় পৌঁছালে কয়েকজন ডাকাত ইজিবাইকটি গতিরোধ করে। পরে ডাকাতরা চালক ও তার হাত-পা বেঁধে ইজিবাইক ছিনতাইয়ের চেষ্টা চালায়।

তাদের চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এসে ডাকাতদের ধাওয়া করেন। এ সময় বাকিরা পালিয়ে গেলেও ৩ ডাকাতকে আটক করে জনতা। আটককৃতদের কাছ থেকে ছুরি, রশি ও দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। পরে তাদের হবিগঞ্জ সদর মডেল থানায় সোপর্দ করা হয়। 

আরও পড়ুন

আটককৃতরা হলেন-সদর উপজেলার দরিয়াপুর তালতলা গ্রামের খিরাজ মিয়ার ছেলে রিয়াদ মিয়া, কদর আলীর ছেলে মহিবুর রহমান ও হালিম মিয়ার ছেলে সায়েম হাসান।

ইজিবাইক চালক রিয়াজ মিয়া বলেন, আমরা সবজি নিয়ে আসার সময় আমাদের হাত-পা বেঁধে তারা ইজিবাইকটি (টমটম) ছিনতাইয়ের চেষ্টা করে। এ সময় আমি ডাকাতদের চিনে ফেললে তারা আমাকে মেরে ফেলার হুমকি দেয়।

হবিগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর কবির বলেন, ডাকাতদের থানায় জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ডাকাতের কবলে পড়া টমটম ইজিবাইক চালক বাদী হয়ে মামলার প্রস্তুতি নিচ্ছেন। পরে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার নন্দীগ্রামে ওসি তারিকুল ক্লোজড, নয়া ইনচার্জ মোজাহারুল

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে বগুড়ার সাতমাথা ব্লকেড

পাকিস্তান ছেড়েছেন রিশাদ-নাহিদরা

ফ্যাসিবাদবিরোধী দলগুলোর মধ্যে ফাটল ধরানোর চেষ্টা করছে সরকার

বগুড়ার সোনাতলায় জামাইয়ের হামলায় স্ত্রী ও শ্বশুরসহ ৪ সদস্য আহত

 জামালপুরে ছাত্র-জনতার ওপর হামলার মামলায় ১২ জনকে গ্রেপ্তার