এক হাজার বোতল ফেনসিডিলসহ মাদক সম্রাট জুয়েলকে আটক

নিউজ ডেস্ক: সাভারের আলমনগরস্থ সুগন্ধা হাউজিং এলাকা থেকে ১ হাজার ৫ বোতল ফেনসিডিলসহ জুবায়েন হোসেন জুয়েল (৪০)কে গ্রেপ্তার করেছে ঢাকা জেলার ডিবি (উত্তর) পুলিশের একটি দল।
ভারত থেকে সরাসরি মাদকদ্রব্য ফেনসিডিল এনে ঢাকাসহ বিভিন্ন জেলায় বিক্রি করতেন ।
বৃহস্পতিবার (২৩ জানুয়ারি) সন্ধ্যায় তাকে আটক করা হয়।
শুক্রবার (২৪ জানুয়ারি) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকা জেলার ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন।
আরও পড়ুনগ্রেপ্তারকৃত জুয়েল বরগুনা জেলার আমতলী থানার আটারগাছিয়া গ্রামের মৃত দেলোয়ার হোসেনের ছেলে। তিনি আলমনগর সুগন্ধা হাউজিংয়ে একটি ভাড়া বাসায় থাকতেন।
ডিবি (উত্তর) এর অফিসার ইনচার্জ মো. জালাল উদ্দিন জানান, দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেনসিডিল এনে ঢাকাসহ আশেপাশের জেলায় বিক্রি করতেন জুয়েল। সিডিএমএস পর্যালোচনা করে দেখা গেছে, তার বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মাদক মামলা রয়েছে। গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে সাভার মডেল থানায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।
মন্তব্য করুন