ভিডিও শুক্রবার, ০৯ মে ২০২৫

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহত ৪, ফ্লাইট বাতিল ২ সহস্রাধিক

যুক্তরাষ্ট্রে তুষার ঝড়ে নিহত ৪, ফ্লাইট বাতিল ২ সহস্রাধিক

তুষার ঝড়ে বিপাকে পড়েছে যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলের বাসিন্দারা। প্রচণ্ড ঠান্ডায় এখন পর্যন্ত প্রাণ হারিয়েছেন ৪ জন। বাতিল হয়ে গেছে বিভিন্ন বিমানবন্দরের ২ হাজারের বেশি ফ্লাইট। জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে না যাওয়ার পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ। কোনো কোনো জায়গায় ১০ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে।

স্থানীয় সময় মঙ্গলবার (২১ জানুয়ারি) যুক্তরাষ্ট্রের দক্ষিণাঞ্চলে ভয়াবহ শীতকালীন ঝড় আঘাত হানে। শক্তিশালী এই ঝড়ের প্রভাবে ভারি তুষারপাতে প্রচণ্ড ঠান্য়ডা বিপর্যস্ত হয়ে পড়েছে টেক্সাস থেকে শুরু করে লুইজিয়ানা, মিসিসিপি, আলাবামা, জর্জিয়া, সাউথ ক্যারোলাইনা ও ফ্লোরিডার বাসিন্দাদের জনজীবন। কোনো কোনো জায়গায় ১০ ইঞ্চির বেশি তুষারপাত হয়েছে।

তীব্র ঠান্ডায় টেক্সাস ও আলাবামা অঙ্গরাজ্যে কয়েকজন প্রাণ হারিয়েছেন। এছাড়া কয়েকটি অঙ্গরাজ্যে সতর্কতা জারি করা হয়েছে। কোথাও কোথাও ১০ ইঞ্চির ওপরে তুষারপাত হয়েছে। নিউইয়র্কেও ১৮ ইঞ্চি তুষারপাত হয়েছে। বাসিন্দারা বলছেন, এত ভারি তুষারপাতের কবলে আগে কখনো পড়েননি তারা।

আরও পড়ুন

এই পরিস্থিতিতে বন্ধ ঘোষণা করা হয়েছে অঙ্গরাজ্যগুলোর অনেক বিদ্যালয়। বাতিল হয়ে গেছে অঞ্চলজুড়ে বিভিন্ন বিমানবন্দরের ২ হাজারের বেশি ফ্লাইট। এছাড়া ৩ হাজারের বেশি ফ্লাইট বিলম্ব হয়েছে। বন্ধ হয়ে গেছে অঙ্গরাজ্যগুলোর গুরুত্বপূর্ণ অনেক সড়ক। এছাড়া বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে টেক্সাসের দক্ষিণ পূর্বাঞ্চলের বেশকিছু ঘরবাড়ি।

এর আগে বুধবার সকাল পর্যন্ত তুষারঝড়ের পূর্বাভাস দিয়েছিল আবহাওয়া বিভাগ। যুক্তরাষ্ট্রের বিভিন্ন অঙ্গরাজ্যে বৃহস্পতিবার পর্যন্ত এমন পরিস্থিতি বিরাজ করতে পারে বলেও জানিয়েছে তারা।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগের কেন্দ্রীয় উপ-কমিটির সদস্য সাগর গ্রেপ্তার

শ্রীলঙ্কায় সিরিজ জিতে দেশে ফিরলেন তামিম-জাওয়াদরা

মঞ্চের সামনে অবস্থান নিয়েছেন আন্দোলনকারীরা

মারা গেছেন ‘থ্রি ইডিয়টস’ খ্যাত জনপ্রিয় অভিনেতা মাধব

জম্মুতে পাকিস্তানের হামলা ব্যর্থ : জম্মু-কাশ্মিরের মুখ্যমন্ত্রী

প্রাইমএশিয়ার শিক্ষার্থী পারভেজ হত্যা: শিক্ষার্থী ফারিয়া হক টিনা গ্রেপ্তার