ভিডিও মঙ্গলবার, ২৯ জুলাই ২০২৫

নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

নিজ দোকানে ঝুলছিল ব্যবসায়ীর মরদেহ

ফরিদপুরের সালথায় নিজ দোকানের ভেতর থেকে মো. শফিকুল ইসলাম উকিল (৫০) নামে এক ব্যবসায়ীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

আজ শনিবার সকাল ১০টার দিকে উপজেলার গট্টি ইউনিয়নের বড়দিয়া বাজারে ‘মা জবেদা হার্ডওয়্যার স্টোর’ নামে একটি দোকান থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়।

মৃত শফিকুল বাজারের পাশের ভাটপাড়া গ্রামের মৃত লতিফ শেখের ছেলে।

আরও পড়ুন

নিহতের পরিবার জানায়, শফিকুল প্রায় একযুগ ধরে বড়দিয়া বাজারে রড-সিমেন্টে ও হার্ডওয়্যারের ব্যবসা করছেন। রাতে দোকানেই থাকতেন তিনি। প্রতিদিনের মতো শুক্রবার রাতে তিনি দোকানেই ঘুমিয়ে ছিলেন। সকালে দোকান না খোলায় পরিবারের সদস্যদের সন্দেহ হয়। পরে তারা দোকান ভেঙে ভেতরে গিয়ে দেখেন শফিকুলের মরদেহ দোকানের আড়ার সাথে ঝুলছে।

সালথা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আতাউর রহমান বলেন, মরদেহ উদ্ধার করে আনা হয়েছে। জানতে পেরেছি, শফিকুল ব্যবসা করতে গিয়ে ক্রেতাদের ২০/২৫ লাখ টাকা টাকা বাকি দেন। সম্প্রতি হালখাতা করেও ওই টাকা তুলতে পারেনি। অন্যদিকে দোকানের পুঁজি ঠিক রাখতে ব্যাংক থেকে অনেক টাকা ঋণ নেন শফিকুল। তবে দেনাদাররা টাকা না দেওয়ায় ওই ঋণের টাকাও পরিশোধ করতে পারছিলেন না। ঋণের বিষয়টি নিয়ে চিন্তিত ছিলেন তিনি। ধারণা করা হচ্ছে, ঋণের চাপেই তিনি আত্মহত্যা করেছেন।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

গাজায় একদিনে অনাহারে ১৪, হামলা চালিয়ে ৮০ জনকে হত্যা 

দখলকৃত টিভি দিয়ে প্রোপাগান্ডা ছড়াচ্ছেন ইশরাক : উপদেষ্টা আসিফ

মাইলস্টোন ট্র্যাজেডি : পাঠদান বন্ধ থাকবে শনিবার পর্যন্ত

৬.৩ মাত্রার ভূমিকম্পে কাঁপল বঙ্গোপসাগরের তলদেশ

ক্ষমতায় গেলে শহীদ পরিবারদের পুনর্বাসন করবে বিএনপি: মির্জা ফখরুল

ধানমন্ডিতে শিশু গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার