ভিডিও মঙ্গলবার, ১৩ মে ২০২৫

নওগাঁর আত্রাইয়ে লটারির নামে ভুয়া কুপন বিক্রি, ২০ লাখ টাকার প্রতারণা

নওগাঁর আত্রাইয়ে লটারির নামে ভুয়া কুপন বিক্রি, ২০ লাখ টাকার প্রতারণা, প্রতীকী ছবি

আত্রাই (নওগাঁ) প্রতিনিধি : নওগাঁর আত্রাইয়ে পৌষ সংক্রান্তি উপলক্ষ্যে ঐতিহাসিক সীতাতলার মেলায় লটারির নামে ভুয়া কুপন বিক্রি করে মেলা কর্তৃপক্ষের যোগসাজসে প্রায় ২০ লাখ টাকা প্রতারণা করেছে একটি মহল। জানা যায়, উপজেলার জামগ্রামে গত মঙ্গলবার থেকে শুরু হয় ঐতিহাসিক সীতাতলার মেলা। এ মেলাকে কেন্দ্র করে সরকারি কোন প্রকার অনুমতি ছাড়াই  লটারির আয়োজন করে একটি মহল।

জামগ্রামসহ পার্শ্ববর্তী বিভিন্ন গ্রামে লটারির বিপুল সংখ্যক টিকিট বিক্রি করে। ২০ টাকা মূল্যের টিকিটে প্রথম পুরস্কার মোটরসাইকেলসহ ৪২টি পুরস্কার ঘোষণা করা হয়। এদিকে মেলার শেষ দিন গত বৃহস্পতিবার রাতে লটারি ড্র অনুষ্ঠানের কথা থাকলেও তারা গড়িমসি করতে থাকেন। এক পর্যায়ে ঘোষণা করা হয় লটারির টিকিট বিক্রেতারা পালিয়ে গেছেন। এতে টিকিট ক্রেতারা হতাশ হয়ে পড়েন এবং তাদের মাঝে ক্ষুব্ধ প্রতিক্রিয়া সৃষ্টি হয়।

উপজেলার জামগ্রামের রতন মোল্লা, আব্দুল মান্নান, আবুবকর সিদ্দিকসহ টিকিট ক্রেতারা বলেন, আমাদের শত বছরের ঐতিহাসিক সীতাতলার মেলায় এবার নতুন করে প্রতারণা করার জন্য শ্রী শ্রী সীতা দেবীর মেলার ঐতিহ্যকে ম্লান করে দেওয়া হয়েছে। লটারির টিকিট বিক্রির টাকা আনুমানিক ২৯ লক্ষাধিক হতে পারে।

আরও পড়ুন

মেলা কমিটির সভাপতি স্থানীয় ইউপি সদস্যের যোগসাজশে লটারি বিক্রির টাকাগুলো ভাগবাটোয়ারা করে স্থানীয় লোকজনের সাথে প্রতারণা করেছেন তারা। সোরভি নামে লটারির টিকিট ক্রেতা এক মহিলা বলেন, পৌষ সংক্রান্তি ঐতিহাসিক সীতাতলার মেলায় এবার যে প্রতারণা বা জালিয়াতি আমাদের সাথে করা হয়েছে এমন ঘটনা শত বছরে কোন দিনও ঘটেনি, আমরা এ প্রতারণার বিচার চাই।

মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য রুহুল আমিনের সাথে এ ব্যাপারে যোগাযোগ করা হলে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। এ বিষয়ে আত্রাই থানার অফিসার ইনচার্জ শাহাবুদ্দিন বলেন, বিষয়টি আমি এখনই জানলাম। এ বিষয়ে কেউ আমাকে অবগত করেনি বা কেউ কোন প্রকার অভিযোগও করেনি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেব।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অর্থের অভাবে যেন থেমে না যায় স্বপ্ন—শিক্ষার্থীদের পাশে ছাত্রদল নেতা রবিউল আউয়াল

জবিতে বাজেট ও আবাসন ভাতার দাবিতে শিক্ষার্থীদের গেটলক কর্মসূচি

সাবেক এমপি মমতাজ বেগম গ্রেপ্তার

বগুড়ার সোনাতলায় শতাধিক নলকূপ বিকল মেরামতের উদ্যোগ নেই

দিনাজপুরের বিরলে বন খেজুর গাছের সন্ধান

বগুড়ার ধুনট থানায় অভিযোগ দিতে এসে আওয়ামী লীগ নেতা গ্রেফতার