ভিডিও শনিবার, ১০ মে ২০২৫

ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না পরীমণি

ভিসা জটিলতায় ভারতে যেতে পারছেন না পরীমণি, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : ঢাকা সিনেমার আলোচিত নায়িকা পরীমণি। সম্প্রতি ‘ফেলুবক্সী’ সিনেমার মাধ্যমে ওপার বাংলায় অভিষেক হতে চলছে পরীমণির। আগামীকাল মুক্তি পেতে যাচ্ছে সিনেমাটি। 

ওপার বাংলায় ‘ফেলুবক্সী’ সিনেমাটির মুক্তির প্রসঙ্গে জানতে চাইলে পরী জানান, আমার অনেক মন খারাপ। আমি সেখানে যেতে পারছি না। আমার সিনেমা মুক্তি পাবে ভারতে তবে আমি সেখানে যেতে পারছি না। আমার প্রথম সিনেমা মুক্তি পেতে যাচ্ছে ভারতে সবাই থাকবে তবে আমি থাকবো না। আমি সিনেমা মুক্তির বিষয়টা মাথায় রেখেই আমার সব কাজ করছিলাম। সব কিছু আগে থেকেই পরিকল্পনা করা ছিল। তবে হ্যাঁ, খুব বড় করে সিনেমাটা মুক্তি পাচ্ছে এটা অনেক আনন্দের বিষয়।  

দেবরাজ সিনহা পরিচালিত থ্রিলারধর্মী এই সিনেমায় লাবণ্য চরিত্রে অভিনয় করেছেন পরীমনি। তার বিপরীতে অভিনয় করছেন কলকাতার সোহম চক্রবর্তী, মধুমিতা সরকারসহ অনেকে। ‘ফেলুবক্সী’ সিনেমায় সহসশিল্পীদের প্রসঙ্গে জান তে চাইলে অভিনেত্রী বলেন, ভিসার জন্য ১৪ তারিখ পর্যন্ত সবাই অপেক্ষা করেছে। আমি ডাবিং করতে পারিনি। আমাদের পরিকল্পনা ছিল আমি যাব তারপর ডাবিং শেষ করবো। যেহেতু ১৪ তারিখ ভিসা দেওয়ার কথা ছিল তাই সেভাবেই আমরা আগাচ্ছিলাম। তবে সেটা তো আর হলো না। তখন ওরা আমাকে ভারত থেকে ফাইল পাঠায় ডাবিং করতে। আমি ঢাকা থেকেই কাজটি করেছি। পরীমণী আরও বলেন, আমি অনেক রাত পর্যন্ত ডাবিং করেছি। যে সময়টা ডাবিং করছিলাম আমার ‘ফেলুবক্সী’ সিনেমায় আমার সহকর্মীরা ভিডিও কলে ছিলেন। পরিচালকসহ পুরো টিমের সঙ্গে ভিডিও কলে কথা হচ্ছিল। সে সময় থেকেই আমার মন খারাপ শুরু হয়। সবার সঙ্গে যোগাযোগ আছে তবে সরাসরি দেখা না হলে তো সেই মজা হয় না।

আরও পড়ুন

সিনেমাটা বাংলাদেশের দর্শক দেখতে পাবে কিনা জানতে চাইলে পরী বলেন, সিনেমাটা বাংলাদেশের দর্শক দেখতে পারবে। তবে সেটা ওটিটি নাকি অন্য মাধ্যম সে বিষয়ে আমি এখনও নিশ্চিত না। যদি বাংলাদেশে সিনেমাটা প্রেক্ষাগৃহে মুক্তি পায় তাহলে ঘটা করেই হবে আর ওটিটিতে আসলে তো আসলোই। 

 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে শনিবার শাহবাগে গণজমায়েতের ডাক

বগুড়ার সোনাতলায় আ’লীগ নেতা বাবা-ছেলে গ্রেফতার 

জয়পুরহাটের আক্কেলপুরে আওয়ামী লীগের ৪ নেতা-কর্মী গ্রেফতার

বগুড়া কাহালুর মুরইল ইউনিয়ন আ‘লীগের সা.সম্পাদক আল আমিন গ্রেফতার

প্রমত্তা করতোয়া এখন মরা খাল!

আ.লীগ নেত্রীর মেয়েকে জুলাইযোদ্ধা অন্তর্ভুক্তির প্রতিবাদ করায় কুপিয়ে জখম