ভিডিও বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর ২০২৫

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি

নিত্যদিন নৌকায় যেন সাগর পাড়ি। ছবি : দৈনিক করতোয়া

তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি :  সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার ধামাইচ বাজার খেয়াঘাটে একটি ব্রিজের অভাবে যুগ-যুগ ধরে বর্ষাকালে নৌকায় আর শুষ্ক মৌসুমে বাঁশের সাঁকো দিয়ে প্রতিদিন ঝুঁকিপূর্ণভাবে পারাপার হচ্ছেন নদীর দুই পাশের লাখো মানুষ। নিত্যদিন এ যেন সাগর পাড়ি। দুর্ভোগ এড়াতে উপজেলার সগুনা ইউনিয়নের ধামাইচ বাজার খেয়াঘাটে গুমানী নদীর ওপর ধামাইচ বাজার থেকে ওপার হেমনগর পর্যন্ত একটি ব্রিজ নির্মাণের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা।

সরেজমিনে দেখা গেছে, একসাথে ছোট-বড় তিনটি নৌকায় খেয়া পারাপার চলছে। তবুও নদীর দুই পাশের মানুষ যেন নদী পার হতে যুদ্ধে লিপ্ত হন। ব্রিজ না থাকায় খেয়া নৌকায় অনেকটা ঝুঁকি নিয়ে পারাপার হতে বাধ্য হচ্ছেন নদীর দুইপাড়ের ধামাইচ গ্রাম, ঈশ্বরপুর, হেমনগর, নওখাদা, বিন্নাবাড়ি, চরকুশাবাড়ি, দবিরগঞ্জ, রানীগ্রাম, কাটাবাড়ি, বাহাদুর পাড়াসহ কমপক্ষে ২০টিরও বেশি গ্রামের মানুষ।

সাধারণ লোকজনের পাশাপাশি সবচেয়ে বেশি দুর্ভোগ পোহাচ্ছেন শিক্ষার্থী ও ব্যবসায়ীরা। শিক্ষার্থী মেহেদী হাসান, সিয়াম, মদিনা খাতুন, শিফাসহ অনেকে জানান, নদীর এপার-ওপারে রয়েছে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান। তার মধ্যে সবুজপাড়া উচ্চ বিদ্যালয়, ধামাইচ বিলচলন উচ্চ বিদ্যালয়, নওখাদা ফোরকানিয়া মাদ্রাসা অন্যতম। প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের এসব শিক্ষা প্রতিষ্ঠানে হাজার-হাজার শিক্ষার্থী পড়ালেখা করেন। প্রতিদিন তারা প্রাণের ঝুঁকি নিয়ে নৌকায় নদী পারাপার হন। মাঝে-মধ্যে নৌকাডুবির  ঘটনাও ঘটে। তবে একাধিক খেয়া নৌকা থাকায় প্রাণহানি থেকে রক্ষা পান।

আরও পড়ুন

সহকারী অধ্যাপক সরোওয়ার হোসেন জানান, গুমানী নদীর ধামাইচ বাজার খেয়াঘাটে একটি ব্রিজের অভাবে লাখ মানুষ বহুকাল ধরে ঝুঁকিতে আছেন। যাতায়াত সুবিধা না থাকায় উৎপাদিত ফসলের ন্যায্যমূল্য থেকে বঞ্চিত কৃষক। জীবনমান উন্নয়নেও পিছিয়ে তারা। তাড়াশ উপজেলা প্রকৌশলী মো. আব্দুস সালাম জানান, গত সরকারের আমলে ওই নদীর উপর ব্রিজ নির্মাণের জন্য প্রকল্প তৈরি করে পাঠানো হয়েছে। বর্তমানে কোন অবস্থায় আছে জানি না।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজশাহী সার্কিট হাউসের আরও ভবন নির্মাণ করতে ৫২টি গাছ কাটা হচ্ছে

লালমনিরহাটের সীমান্তে ঘাস কাটতে যাওয়া যুবককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সিরাজগঞ্জে কৃষককে পিটিয়ে হত্যা মামলায় ৪ জনের যাবজ্জীবন

৪ দফা দাবিতে বগুড়া পলিটেকনিক‘র শিক্ষার্থীদের বেতগাড়িতে ব্লকেড

উত্তরা ইপিজেডের শ্রমিক গ্রেফতার নিয়ে উত্তেজনা, ডিসি-এসপি অফিস ঘেরাও

চাঁপাইনবাবগঞ্জে র‌্যাবের হাতে পলাতক ওয়ারেন্টভূক্ত আসামি গ্রেফতার