ভিডিও শুক্রবার, ২৩ মে ২০২৫

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড

পাবনায় স্ত্রী হত্যা মামলায় স্বামীর মৃত্যুদন্ড। প্রতীকী ছবি

পাবনা প্রতিনিধি : পাবনায় দীর্ঘ প্রায় চার বছর পর গৃহবধূ হামিদা বেগম হত্যা মামলার রায়ে তার স্বামী তেজেম মোল্লাকে মৃত্যুদন্ডাদেশ দিয়েছেন আদালত। আজ সোমবার (১৩ জানুয়ারি) বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ মো. তানবির আহমেদ এই রায় প্রদান করেন। রায়ে ৫০ হাজার টাকা অর্থদন্ডও প্রদান করেন বিচারক। মৃত্যুদন্ডপ্রাপ্ত আসামি তেজেম মোল্লা পাবনা সদর উপজেলার ফলিয়া গ্রামের মৃত বাজর উদ্দিনের ছেলে। নিহত হামিদা বেগমের বাড়ি একই গ্রামে।

মামলা সূত্রে জানা গেছে, ঘটনার ২০/২২ বছর আগে তেজেম মোল্লার সাথে বিয়ে হয় হামিদা বেগমের। বিয়ের পর তাদের ঘরে দুটি সন্তান জন্ম নেয়। এরই মধ্যে তাদের মধ্যে পারিবারিক কলহ দেখা দেয়। ২০২১ সালের ১৬ নভেম্বর ভোরে এই কলহের জের ধরে তেজেম মোল্লা তার স্ত্রী হামিদা বেগমকে ধারালো ছুরি দিয়ে গলা কেটে এবং উপর্যুপরি কুপিয়ে হত্যা করে।

এই ঘটনায় হামিদার মা বাদি হয়ে পাবনা সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শেষে ২০২৩ সালের ২৩ অক্টোবর আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। সাক্ষ্য প্রমাণ শেষে আজ সোমবার (১৩ জানুয়ারি) এই রায় ঘোষণা করা হয়।

আরও পড়ুন

পাবনার পিপি এডভোকেট গোলাম সরয়ার খান জুয়েল ঘটনার সত্যা স্বীকার করে বলেন, এই মামলায় মোট ২৭ জন সাক্ষী প্রদান করেন। আদালতের বিচারক ফাঁসির রায় ঘোষণা করেন। মামলায় সরকার পক্ষে ছিলেন এপিপি আশরাফুল ইসলাম এবং আসামি পক্ষে ছিলেন এডভোকেট আবু বকর সিদ্দিক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরেকটা এক-এগারোর বন্দোবস্ত করার পাঁয়তারা চলছে : নাহিদ ইসলাম

বগুড়ার শিবগঞ্জে পুকুরে গোসল করতে নেমে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

বিএনপির কাছে যেসব আহ্বান জানালেন সারজিস

রাজশাহীর গোদাগাড়ীতে উপকরণসহ ১২০৫ লিটারচোলাই মদ জব্দ গ্রেফতার ২

বগুড়ার আদমদীঘিতে পোল্ট্রি ফার্মে ঢুকে ফের ১২শ’ মুরগির বাচ্চা নিধন

বগুড়ার দুপচাঁচিয়া জিয়ানগর ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগের তদন্ত কমিটি গঠন