ভিডিও বৃহস্পতিবার, ২৫ ডিসেম্বর ২০২৫, ১০ পৌষ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ১১:২৭ রাত

জবি শিক্ষার্থীদের অনশনের ৮ ঘণ্টা পার, খোঁজ নেয়নি প্রশাসন

জবি প্রতিনিধিঃ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থীরা আট ঘণ্টা ধরে অনশন কর্মসূচি পালন করছেন। শিক্ষার্থীদের সঙ্গে কোনোরকম যোগাযোগ করেনি প্রশাসন। তবে শিক্ষক হিসেবে শিক্ষার্থীদের দাবির সঙ্গে একাত্মতা পোষণ করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. তাজাম্মুল হক।

রোববার (১২ জানুয়ারি) বিকাল ৪টায় শিক্ষার্থীদের অনশন কর্মসূচিতে একাত্মতা পোষণ করে শিক্ষকদের সাথে বসে পড়েন তিনি। এ সময় তিনি বলেন, ‘আমি শিক্ষার্থীদের দাবির সঙ্গে একমত। আমি শিক্ষক হিসেবে সংহতি জানাতে এসেছি। প্রশাসনের লোক হিসেবে নয়।’

এ বিষয়ে অনশনরত বিশ্ববিদ্যালয়ের ১৩তম ব্যাচের শিক্ষার্থী রায়হান হাসান রাব্বি বলেন, ‘আমাদের সঙ্গে কোনো শিক্ষক একাত্মতা পোষণ করলে আমরা তাকে স্বাগত জানাব। কিন্তু যতক্ষণ পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন, ইউজিসি ও শিক্ষা মন্ত্রণালয় থেকে এখানে এসে আমাদের দাবি নিশ্চিত না করবে, ততক্ষণ পর্যন্ত আমরা এখান থেকে উঠব না।’

আরও পড়ুন

এর আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয় দ্বিতীয় ক্যাম্পাসের কাজ সেনাবাহিনীকে হস্তান্তর, অস্থায়ী আবাসন শিক্ষার্থীদের আবাসন ভাতাসহ তিন দফা দাবিতে গণঅনশন কর্মসূচি শুরু করেন বিশ্ববিদ্যালয়ের ১৩ শিক্ষার্থী। সর্বশেষ অনশন কর্মসূচিতে ৩৫ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। 

তাদের দাবি, সেনাবাহিনীর কাছে দ্বিতীয় ক্যাম্পাসের কাজ হস্তান্তরের চুক্তি অনতিবিলম্বে স্বাক্ষর করতে হবে। পুরান ঢাকার বাণী ভবন ও ড. হাবিবুর রহমান হলের স্টিল বেইজড ভবনের কাজ দ্রুত শুরু ও শেষ করতে হবে। যতদিন অবধি আবাসন ব্যবস্থা না হয়, ততদিন পর্যন্ত ৭০% শিক্ষার্থীর আবাসন ভাতা নিশ্চিত করতে হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বগুড়ার সোনাতলায় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে নিহত ১

বগুড়া সারিয়াকান্দিতে চার দিনব্যাপী পৌষ মেলার উদ্বোধন

জয়পুুরহাটের ধরঞ্জীতে বিজিবি’র অভিযানে ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার

বগুড়ার শেরপুরে কৃষকের খড়ের পালায় দুর্বৃত্তদের আগুন

জয়পুরহাটের আক্কেলপুরে কুড়িগ্রাম এক্সপ্রেস ট্রেনের বিরতি না থাকায় দুর্ভোগ

বগুড়া-৬ (সদর) আসনে জামায়াত প্রার্থীর মনোনয়নপত্র সংগ্রহ