ভিডিও রবিবার, ০৬ জুলাই ২০২৫

বান্দরবানে মানবপাচার চক্রের ৫ সদস্য কারাগারে

বান্দরবানে মানবপাচার চক্রের ৫ সদস্য কারাগারে

বান্দরবানের রোহিঙ্গা মানবপাচার চক্রের ৫ সদস্যকে কারাগারে পাঠিয়েছে আদালত। আজ রোববার (১২ জানুয়ারি) দুপুরে বান্দরবান চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হলে আদালতের বিচারক তৌফিকুল ইসলামের আদেশে তাদের কারাগারে পাঠানো হয়।

কারাগারে প্রেরিতরা হলেন, বান্দরবান আলীকদম উপজেলার বাসিন্দা আরিফুল ইসলাম (২৫), জালাল উদ্দিন (২৭), মো. নজরুল ইসলাম (৪০), মো. আবু হুজাইফা (৩১) এবং মো. মোরশেদ আলম (৫৭)।

মামলা সূত্রে জানা যায়, গত ১১ জানুয়ারি শনিবার ভোরে আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের বুচিরমুখ এলাকা দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশের সময় ৫৮ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে আটক করে আইনশৃঙ্খলা বাহিনী। এ সময় মোটা অংকের টাকার বিনিময়ে অনুপ্রবেশে সহায়তা করা ৫ বাংলাদেশি মানবপাচারকারী দালালকেও আটক করা হয়। পরে, অনুপ্রবেশকারী মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের পুশব্যাক এবং মানবপাচারের অভিযোগে আটক ৫ বাংলাদেশি দালালের বিরুদ্ধে আলীকদম থানায় মামলা দায়ের করা হয়। এর পর, আজ আদালতে হাজির করা হলে বিচারক তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

আরও পড়ুন

আদালত পুলিশের পরিদর্শক মো. রেজাউল করিম মজুমদার সত্যতা নিশ্চিত করে জানান, আদালতের নির্দেশে মানবপাচারে অভিযুক্ত ৫ বাংলাদেশিকে কারাগারে পাঠানো হয়েছে। একইসাথে, আরও ৫ জন মিয়ানমারের রোহিঙ্গা নাগরিককে রোহিঙ্গা ক্যাম্পে পাঠানোর জন্য ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারকে নির্দেশ দিয়েছেন আদালতের বিচারক।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দিনাজপুরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৮ জন দগ্ধ

ঠাকুরগাঁওয়ের হরিপুর সীমান্তে বিজিবি-বিএসএফ সৌজন্যমূলক সাক্ষাৎ

বগুড়ার আদমদীঘিতে এতিমদের সম্পত্তি ও বসতবাড়ি দখলের অভিযোগ

পঞ্চগড় ও ঠাকুরগাঁও সীমান্ত দিয়ে আরও ২১ জনকে পুশইন করেছে বিএসএফ

জয়পুরহাটের ক্ষেতলালে সরকারি গাছ কেটে লক্ষাধিক টাকা আত্মসাতের অভিযোগ

খামারি ও গো-খাদ্যের দামের কথা চিন্তা করে দুধের দাম বাড়ানো হবে : উপদেষ্টা ফরিদা আখতার