ভিডিও বুধবার, ২৬ নভেম্বর ২০২৫, ১১ অগ্রহায়ণ ১৪৩২

প্রকাশ : ১২ জানুয়ারী, ২০২৫, ০৪:৫১ দুপুর

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পড়শী

বিয়ে করলেন কণ্ঠশিল্পী পড়শী, ছবি: সংগৃহীত

বিনোদন ডেস্ক : বিয়ে করলেন কণ্ঠশিল্পী সাবরিনা পড়শী। যুক্তরাষ্ট্রপ্রবাসী পাত্র নিলয়ের সঙ্গে তার বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়েছে। দুই পরিবারের ঘনিষ্ঠজনেরা তাদের বিয়ের খবর নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা যায়, পড়শী ও নিলয় একে অপরের সঙ্গে প্রেমের সম্পর্কে ছিলেন। ২০০৮ সালে ক্ষুদে গানরাজ প্রতিযোগিতার একই আসরে তারা দুই প্রতিযোগী ছিলেন। ২০১০ সাল থেকে নিলয় তার পরিবারসহ যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে থাকেন। গত বছর নিলয়ের পরিবার বাংলাদেশে আসে। পড়শী ও নিলয়ের পরিবারের সদস্যরা তাদের বিয়ের ব্যাপারে কথা বলেন। তারপর দুই পরিবারের ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে বিয়ের আনুষ্ঠানিকতা সেরে নেওয়া হয়।

পড়শী ও নিলয়ের পরিবারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে জানা গেছে, এখনই খবরটি তারা প্রকাশ্যে আনতে চান না। তাই আপাতত বিয়ের প্রসঙ্গে কিছুই বলছেন না। কবে, কখন তারা বিয়ে করেছেন, সে বিষয়েও জানাতে চায়নি পড়শীর পরিবার। তবে পড়শীর মা গণমাধ্যমকে বলেন, ‘এ বিষয়ে আমরা আপাতত কিছুই বলতে চাই না।’  

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নিম্ন আদালতের ৮২৬ বিচারককে পদোন্নতি

৫০তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ

ঠাকুরগাঁওয়ে ভূূমি অফিসের সরকারি গাছ কর্তনের অভিযোগে মামলা 

গণভোটে ‘নোট অব ডিসেন্ট’ নিশ্চিতের দাবি আমিনুল হকের

বগুড়ার আদমদীঘিতে পাঁচ মাদককারবারির কারাদন্ড, মাদকদ্রব্য ধ্বংস

এনা পরিবহনের এনায়েত উল্লাহর বিরুদ্ধে ১০৭ কোটি টাকা পাচারের মামলা