ভিডিও বুধবার, ২২ অক্টোবর ২০২৫, ৬ কার্তিক ১৪৩২

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ জনের জেল-জরিমানা

বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ৬ জনের জেল-জরিমানা, ছবি: দৈনিক করতোয়া

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে মাদক সেবনের দায়ে ছয় মাদকসেবীর জেল-জরিমানা করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলা নির্বাহি অফিসার রুমানা আফরোজ ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এই দন্ড প্রদান করেন।

দন্ডপ্রাপ্তরা হলো, আদমদীঘি উপজেলার ছাতিয়ানগ্রাম ইউপির নিমাইদীঘি গ্রামের হাবিল উদ্দিনের ছেলে শামীম হোসেন (২৮), একই গ্রামের হাবিল প্রামানিকের ছেলে আব্দুল আলিম (৩৬), আদমদীঘি সদর ইউপির তেতুলিয়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে সুহানুর ইসলাম (২২), সান্তাহার পৌরসভার বশিপুর সরদার পাড়ার আয়েজ উদ্দীনের ছেলে নিজাম প্রামাণিক (৫৫), নাটোরের লালপুর উপজেলার বদিনাপুর গ্রামের হযরত আলীর ছেলে হানিফ মিয়া (৩৩) এবং জয়পুরহাটের আক্কেলপুর উপজেলার আওয়ালগাড়ী গ্রামের বেলাল হোসেনের ছেলে রিংকু (৩২)।

আরও পড়ুন

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সান্তাহার সার্কেলের পরিদর্শক আসলাম আলী মন্ডল জানান, আজ বৃহস্পতিবার (৯ জানুয়ারি) আদমদীঘি উপজেলার বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালানো হয়। অভিযানে নেশার এ্যাম্পুল, গাঁজা ও দেশীয় মদ সেবনের অপরাধে ছয়জন মাদকসেবীকে আটক করা হয়। আটককৃতদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করার পর হানিফ মিয়া, আব্দুল আলিম, সুহানুর ইসলামকে ৬ মাসের করে বিনাশ্রম কারাদন্ড ও রিংকু, নিজাম প্রামানিক ও শামীম হোসেনকে ৩মাসের করে বিনাশ্রম কারাদন্ড এবং প্রত্যেককে ৫০ টাকা করে জরিমানা করা হয়। 

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এক দিনের দুটি ম্যাচ খেলতে আফগানিস্তান অনুর্ধ্ব-১৯ ক্রিকেট দল এখন বগুড়ায়

বিশ্ববাজারে সোনার দাম কমলো ৫ শতাংশ

টিএমএসএস হাসপাতালে ১৫ বছরে ১০ হাজার ৫শ’ ঠোঁট ও তালুকাটা রোগীর সার্জারি করা হয়েছে

চাঁপাইনবাবগঞ্জে চেক ডিজঅনার মামলায় ব্যবসায়ীর এক বছর কারাদণ্ড, ৪০ লাখ টাকা অর্থদণ্ড

বগুড়া সদরের নামুজায় জামায়াতের গণসংযোগ

বিএনপি রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে বগুড়ার মানুষের জীবন যাত্রার মান বৃদ্ধি পাবে : মহিদুল ইসলাম রিপন