ভিডিও মঙ্গলবার, ০৪ নভেম্বর ২০২৫, ১৯ কার্তিক ১৪৩২

প্রকাশ : ০৯ জানুয়ারী, ২০২৫, ০৪:১৩ দুপুর

এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!

এক বছরের নিষেধাজ্ঞার মুখে সাকিব!, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : দ্বিতীয়বার বোলিং অ্যাকশনের পরীক্ষা দিয়েও ব্যর্থ হয়েছেন সাকিব। গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে দেওয়া এই পরীক্ষার আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা না হলেও জানা গেছে, এই পরীক্ষায় পাশ করতে পারেননি বাঁহাতি এই অলরাউন্ডার। 

ক্যারিয়ারের শেষ লগ্নে প্রায় দাঁড়িয়ে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছেন অভিজ্ঞ অলরাউন্ডার। বোলিং অ্যাকশনে ত্রুটি থাকার কারণে আন্তর্জাতিক ক্রিকেটসহ সব ধরনের ক্রিকেটে তার বোলিং নিষিদ্ধ হয়েছে। দ্বিতীয় পরীক্ষাতেও উত্তীর্ণ হতে না পারায় তিনি এখন কেবল ব্যাটার হিসেবে খেলতে পারবেন। কেননা আইসিসি’র নিয়ম অনুযায়ী, পরপর দুটি পরীক্ষায় কোনও বোলারের অ্যাকশনে ত্রুটি ধরা পড়লে সেই বোলার পরের এক বছর কোনও পর্যায়ের ক্রিকেটেই আর বোলিং করতে পারবেন না। যদিও সাকিবকে ত্রুটিমুক্ত করতে বিসিবি চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে শোনা যাচ্ছে।

আরও পড়ুন

গত বছরের সেপ্টেম্বরে সারের হয়ে কাউন্টি ক্রিকেট খেলতে গিয়েই সাকিব বিপাকে পড়েন। সেখানে তার বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করেন আম্পায়াররা। এরপর আইসিসি অনুমোদিত বোলিং অ্যাকশন পরীক্ষাগারে পরীক্ষা দিয়েও সাকিব উত্তীর্ণ হতে পারেননি। তারপর গত ২১ ডিসেম্বর চেন্নাইয়ে আবার সাকিবের বোলিং অ্যাকশনের পরীক্ষা নেওয়া হয়েছিল। সেখানেও তার অ্যাকশন বৈধতা পায়নি।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেবকে ফিরিয়ে দিয়েছিলেন সোহিনী

বগুড়ার ডিবি’র ওসিসহ দুই পুলিশ কর্মকর্তার প্রত্যাহার আদেশ বাতিল, স্বপদে বহাল 

রতন কুমার সরকার, উচ্চাঙ্গ আস্থার প্রতীক

স্টেজ শো’তেই মেতে আছেন সালমা

এবারও দেশ সেরা ঢাকা বিশ্ববিদ্যালয়

জুলাই গণঅভ্যুত্থানে হামলায় জড়িত ৪০৩ ছাত্রলীগের নেতাকর্মী শনাক্ত ঢাবির