ভিডিও মঙ্গলবার, ২১ অক্টোবর ২০২৫, ৫ কার্তিক ১৪৩২

স্প্যানিশ পপ তারকার প্রেমে বেলিংহাম 

স্প্যানিশ পপ তারকার প্রেমে বেলিংহাম, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : রিয়াল মাদ্রিদে আসার দেড় বছর হতেই প্রেমে পড়েছেন তরুণ ইংলিশ মিডফিল্ডার জুড বেলিংহামের। সংবাদ মাধ্যম দাবি করেছে, স্প্যানিশ পপ গায়িকা আয়তানার প্রেমে হাবুডুবু খাচ্ছেন বেলিংহাম। সংবাদ মাধ্যম মার্কাকে সাংবাদিক লওরা রুগি দিয়েছেন এই খবর। আয়তানা ও বেলিংহামের সামাজিক যোগাযোগ মাধ্যমে নজরদারি করে এই খবর নাকি বের করেছেন তিনি। সামাজিক মাধ্যমে আয়তানার পোস্টে ‘লাইকের বন্যা বইয়ে দিয়েছেন’ বেলিংহাম। ওদিকে বেলিংহামের ছবিতেও একইহারে লাইক দিয়ে গেছেন গায়িকা আয়তানা। এছাড়া সান্তিয়াগো বার্নাব্যুতে গিয়ে বেলিংহামের খেলা দেখেছেন তিনি। ছবিও শেয়ার করেছেন স্প্যানিশ এই গায়িকা। আয়তানার অবশ্য বার্নাব্যুতে গত নভেম্বরে দুটি কনসার্ট করার কথা ছিল। প্রেমিকের ঘরে গিয়ে গান শোনানোর সুযোগ আরকি। কিন্তু শব্দ দূষণের অভিযোগে ২০২৫ সাল পর্যন্ত তার কনসার্ট বন্ধ রাখা হয়েছে। 

আয়তানার বয়সে বেলিংহামের ৪ বছর বড়। স্প্যানিশ এই গায়িকার বর্তমান বয়স ২৫ বছর। তিনি ২০২১ সালে এমটিভি ইউরোপ মিউজিক অ্যাওয়ার্ড জিতেছেন। এছাড়া স্প্যানিশ টিভি রিয়েলিটি শো ‘অপারেশন ত্রিনফুর’ রানার্স আপ তিনি। স্প্যানিশ এই পপসিঙ্গারের আগে বেলিংহাম  ২৫ বছর বয়সী ডাচ মডেল লওরা চেলিয়া ভাল্কের সঙ্গে প্রেম করছেন এমন গুঞ্জন ছড়িয়েছিল। তবে বেলিংহাম তা অস্বীকার করেন। সোস্যাল মিডিয়ায় জানিয়ে দেন যে, আপাতত কারো সঙ্গে প্রেম করছেন না তিনি। বেলিংহাম বর্তমানে স্প্যানিশ সুপার কাপের সেমিফাইনাল খেলতে সৌদি আরবে আছেন।

আরও পড়ুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দাহ্য পদার্থের কারণেই আগুনের তীব্রতা বেশি ছিল: বেবিচক চেয়ারম্যান

সানায়ে তাকাইচি জাপানের প্রথম নারী প্রধানমন্ত্রী

চীনের আধিপত্য মোকাবিলায় যুক্তরাষ্ট্র-অস্ট্রেলিয়ার বিরল খনিজ চুক্তি

ক্যারিবিয়দের বিপক্ষে সিরিজ জয়ের লক্ষ্যে নামছে বাংলাদেশ

আপিলে না’গঞ্জের আলোচিত ৭ খুনের মামলার শুনানি ৪ সপ্তাহ মুলতবি

জেনেভা ক্যাম্পে সেনা অভিযান: ৩২টি ককটেল উদ্ধার, আটক ৩