ভিডিও বৃহস্পতিবার, ১০ জুলাই ২০২৫

বিগ ব্যাশে না খেলা নিয়ে যা বললেন রিশাদ

বিগ ব্যাশে না খেলা নিয়ে যা বললেন রিশাদ, ছবি: সংগৃহীত

স্পোর্টস ডেস্ক : চলমান বিগ ব্যাশ লিগে হোবার্ট হারিকেন্সের হয়ে খেলার কথা ছিল রিশাদ হোসেনের। সাকিব আল হাসানের পর তিনিই সুযোগ পেয়েছিলেন অস্ট্রেলিয়ান ক্রিকেটের ঘরোয়া এই আসরে। তবে বিপিএল’র কারণে শেষ পর্যন্ত খেলা হয়নি এই টাইগার লেগ স্পিনারের। পরে রিশাদের বদলি হিসেবে আফগানিস্তানের বাঁহাতি স্পিনার ওয়াকার সালামখিলকে দলে যুক্ত করে হোবার্ট।

অবশ্য বিপিএলেও বরিশালের হয়ে শুরুর ম্যাচগুলোতে ছিলেন না রিশাদ। গতকাল সিলেট স্ট্রাইকার্সের বিপক্ষে ম্যাচের পরে সংবাদ সম্মেলনে এই লেগ স্পিনারের কাছে অনেকটা অবধারিতইই ছিল বিগ ব্যাশ প্রসঙ্গ। রিশাদও জানিয়েছেন তার খোলাখুলি উত্তর। হোবার্টে খেলতে না পারায় আক্ষেপ আছে কি না এমন প্রশ্নে রিশাদ বলেন, ‘আমি আগেই বলেছি কোনো কিছু নিয়ে আমি আক্ষেপ করি না। যেদিন যেটা থাকে সেটা নিয়েই কাজ করতে চাই। বিপিএল চলছে এখন বিপিএল নিয়েই চিন্তা করছি। বিগ ব্যাশ হয়নি, রিজিকে ছিল না। পরেরবার হবে ইনশাআল্লাহ।’ 

আরও পড়ুন

এমনকি বিপিএলে বরিশালের একাদশের বাইরে থাকলেও তার কোনো আক্ষেপ নেই, ‘টিম কম্বিনেশনের কারণেই বাইরে ছিলাম। আমার এতটা অস্বস্তি লাগেনি। দলের জন্য যা দরকার তাই হবে। ক্যাপ্টেন-কোচ তেমন কিছু বলেনি। শুধু বলেছে টিম কম্বিনেশনের জন্যই বাইরে ছিলাম।’ দলের প্রয়োজনে একাদশের বাইরে থাকতে কোনো আপত্তি নেই রিশাদের, ‘এত কিছু তো চিন্তা করি না। প্রতিদিন খেলার প্রস্তুতি থাকে। টিম কম্বিনেশনের জন্য না খেললে এটা তো আমার হাতে নেই।’

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শাপলা প্রতীক না হলে ধানের শীষও প্রতীক হতে পারবে না: সারজিস

এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ফের ককটেল বিস্ফোরণ, আহত ১

১৮ জুলাই মোবাইলে ১ জিবি ইন্টারনেট ফ্রি

বৃহস্পতিবার সারাদেশে আলিম ও কারিগরি বোর্ডের এইচএসসি পরীক্ষা স্থগিত

নির্বাচনে শাপলা প্রতীক নয়, ইসির নীতিগত সিদ্ধান্ত

কুড়িগ্রামের উলিপুরের চরাঞ্চলের গ্রাহকরা সৌর বিদ্যুৎ নিয়ে বিপাকে