ভিডিও শুক্রবার, ১৯ সেপ্টেম্বর ২০২৫

বগুড়ার ধুনটে নানা উৎসের মাত্রাতিরিক্ত শব্দ দূষণে দূর্বিষহ জনজীবন

বগুড়ার ধুনটে নানা উৎসের মাত্রাতিরিক্ত শব্দ দূষণে দূর্বিষহ জনজীবন। প্রতীকী ছবি

ধুনট (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার ধুনটে বিভিন্ন সামাজিক সংগঠন, ক্লাব, বন্ধু-বান্ধবদের আড্ডা-অনুষ্ঠান, বিয়ে, পিকনিক ও সাংস্কৃতিক অনুষ্ঠানে গান-বাজনাসহ নানা উৎসের মাত্রাতিরিক্ত শব্দ দূর্ষণ এখন দৈনন্দিন বিষয়ে পরিণত হয়েছে। প্রতিবছর শীতকাল এলেই যেন চারদিকে উচ্চ শব্দের কোলাহল শুরু হয়। শব্দ দূষণের প্রতিকার চেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) প্রতিবাদের ঝড় উঠেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার বিভিন্ন এলাকায় আনন্দ ভ্রমন, বিয়ে বাড়ি কিংবা চড়ুইভাতি যে কোনো আয়োজনে সাউন্ড বক্স যেন এক বিশেষ অনুষঙ্গ। সারারাত সাউন্ড বক্সের উচ্চ শব্দে গান বাজানোর কারণে মানুষ অতিষ্ঠ হয়ে পড়ছে।

উচ্চ শব্দের কারণে বুকে চাপ অনুভবসহ কান বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। মাত্রাতিরিক্ত শব্দের ফলে মানুষের শ্রবণশক্তি হ্রাস, উচ্চ রক্তচাপ, ঘুমের সমস্যা, স্ট্রোকের ঝুঁকি বৃদ্ধি, মেজাজ উগ্রতাসহ নানা ধরনের উপসর্গ পরিলক্ষিত হয় এবং পশু-পাখির ওপর বিরূপ প্রভাব পড়ছে।

আরও পড়ুন

এ ছাড়া শহর এলাকায় রিকশা, ইজিবাইকসহ সিএনজি চালিত অটোরিকশায় মাইকিং করে স্কুলে ভর্তি, বিভিন্ন দোকান, ডায়াগনস্টিক সেন্টার, কোচিং সেন্টারের প্রচারণা চলছে। বাস-ট্রাকসহ বিভিন্ন যানবাহন সড়কে উচ্চ শব্দে হর্ন বাজাচ্ছে। ফলে হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি কার্যালয় গুলোতে দৈনন্দিন কাজে সমস্যায় পড়তে হচ্ছে লোকজনকে।

বীর মুক্তিযোদ্ধা এস.এম ফেরদৌস আলম বলেন, এ উপজেলায় চলছে নিয়ন্ত্রণহীনভাবে শব্দ দূষণ। সম্প্রতি দূষণের মাত্রা অনেকগুণ বেড়েছে। রাতে সাউন্ড বক্সে উচ্চ শব্দে গান বাজানো হয়। এতে ঘুমানো যায় না। কান ঝালাপালা হয়ে যায়। ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) খৃষ্টফার হিমেল রিছিল বলেন, এ বিষয়ে অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে নেতাকর্মীদের সতর্ক থাকার আহ্বান রিজভীর

পাবনার সুজানগরের বাজারে ১ কেজি করলার দামে ২ কেজি চাল

কুমড়ার বীজ কেন এত উপকারী?

অবশেষে জানা গেল কোথায় আছেন নেপালের ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী

গাইবান্ধার গোবিন্দগঞ্জের শালমারা ইউপির সাবেক সদস্য জহুরুল ইসলামের রহস্যজনক মৃত্যু

নরসিংদীতে গৃহবধূকে গুলি করে হত্যা